বিষয়বস্তুতে চলুন

উইকিম্যানিয়া বাংলাদেশ, ২০২২/ভেন্যু

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

মানচিত্র

ব্র্যাক সেন্টার, ঢাকা। এখানেই অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সম্মেলন।

উইকিম্যানিয়া ২০২২ ― বাংলাদেশ পর্ব ঢাকার মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হবে। ব্র্যাক সেন্টার, ব্র্যাক সংস্থাটির সদরদপ্তর। এখানে সংস্থাটির কেন্দ্রীয় নানাবিধ প্রশাসনিক কাজ পরিচালিত হয়ে থাকে। মূলত বাণিজ্যিক কাজে ব্যবহৃত এই ভবনটি ঢাকার অন্যতম উঁচু (২০ তলা, ২১০ ফুট উচ্চতাবিশিষ্ট) একটি ভবন।

ব্র্যাক সেন্টারে যাতায়াতের প্রক্রিয়াটা খুবই সহজ। মহাখালীর মূল সড়কের পাশে অবস্থিত হওয়ায় ঢাকার প্রায় সকল প্রান্তের সাথে যুক্ত এই স্থান। এর নিকটে রয়েছে মহাখালী বাসস্ট্যান্ড (২ কিলোমিটার), যেখানে ঢাকার বাইরের বিভিন্ন জেলাশহরের বাস পৌঁছায়। এছাড়া কমলাপুর রেলস্টেশন থেকে এর দূরত্ব ৮.৩ কিলোমিটার, গাবতলী বাসস্ট্যান্ড থেকে ১৩.২ কিলোমিটার, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ১০.৩ কিলোমিটার, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ১১.৭ কিলোমিটার, এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫.৮ কিলোমিটার।

উল্লেখ্য, মূল আয়োজন শুক্রবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন বাংলাদেশের সাপ্তাহিক ছুটি হওয়ায় সড়কে একেবারেই অনুল্লেখ্য পরিমাণে যানজট আশা করা যাচ্ছে। :)

  • বিস্তারিত ঠিকানা: ব্র্যাক সেন্টার, ৭৫ মহাখালী, ঢাকা-১২১২, বাংলাদেশ
  • গুগল মানচিত্রে অবস্থান দেখুন: এখানে (গুগল কোড: QCH6+X3 Dhaka, Bangladesh)