বিষয়বস্তুতে চলুন

আলাপ:বাংলা উইকিসম্মেলন ২০২৪/বৃত্তি

আলোচনা যোগ করুন
উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

সম্মেলনে ব্যক্তিগত খরচে যোগদান প্রসঙ্গে

[সম্পাদনা]

সুধী, আমি এই সম্মেলনে যোগদানে আগ্রহী। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি আমি বৃত্তি গ্রহণ না করি; সেক্ষেত্রে কি আমি যোগদান করতে পারবো? আর যদি বৃত্তি ব্যতীত যোগদান করি, তাহলে ব্যক্তিগত খাত থেকে কেমন খরচ প্রয়োজন হতে পারে ভ্রমণ ব্যতীত? এসব ধারণা পেলে বৃত্তিতে আবেদন করব নাকি করব না; সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারতাম। খাত্তাব হাসান (আলাপ) ০০:২৩, ১০ জুলাই ২০২৪ (বিএসটি)উত্তর দিন

@খাত্তাব হাসান বৃত্তির বাইরে আসার সুযোগ থাকবে কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই আমরা বৃত্তির জন্য উপযুক্ত হলে আবেদন করতে উৎসাহিত করছি। MdsShakil (আলাপ) ১৩:২৬, ১৩ জুলাই ২০২৪ (বিএসটি)উত্তর দিন

আউটরিচ কার্যক্রমের বিষয়টি স্পষ্ট নয়

[সম্পাদনা]

নিবন্ধন ফর্মে আউটরিচ কার্যক্রমের বিষয়টি স্পষ্ট নয়, এখানে আউটরিচ কার্যক্রম বলতে কি শুধু উইকিপিডিয়া সম্পর্কিত আউটরিচ কার্যক্রমকে বুঝানো হয়েছে নাকি যেকোন ভলান্টিয়ারি আউটরিচকে বুঝানো হয়েছে সেটা ভালোভাবে উল্লেখ করলে বিষটি সহজ হবে। Mahmudul Hasan (আলাপ) ০০:১৩, ১৩ জুলাই ২০২৪ (বিএসটি)উত্তর দিন

@Mahmudul Hasan উইকিপিডিয়া তথা উইকিমিডিয়া আন্দোলন সম্পর্কিত যেকোনো আউটরিচ কার্যক্রমকে বোঝানো হয়েছে। MdsShakil (আলাপ) ০০:৫৬, ১৩ জুলাই ২০২৪ (বিএসটি)উত্তর দিন
ধন্যবাদ Mahmudul Hasan (আলাপ) ১০:১৫, ১৩ জুলাই ২০২৪ (বিএসটি)উত্তর দিন

== ৩১ ডিসেম্বর ২০২৩ এরপর যোগদানকারী ব্যক্তির অংশগ্রহণ প্রসঙ্গে ==

৩১ ডিসেম্বর ২০২৩ এর পর উইকিমিডিয়ায় যোগদান করেছে, এমন কোনো ব্যক্তি কি নিজ খরচে সম্মেলনে আসতে পারবে? Ishtiak Abdullah (আলাপ) ১২:২৭, ১৩ জুলাই ২০২৪ (বিএসটি)উত্তর দিন

প্রস্তাব: বৃত্তির আবেদনের ফর্মের একটি প্রশ্নে স্পষ্টীকরণ যোগ

[সম্পাদনা]

বৃত্তির আবেদনের ফর্মে একটি প্রশ্ন আছে -

"আপনি কখন এবং কোথায় শেষবার একটি আউটরিচ কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন। সেই কার্যকলাপে আপনার কী সম্পৃক্ততা (সংগঠক, অংশগ্রহণকারী, বা উইকিমিডিয়ার সমর্থনকারী) কি ছিল তা অনুগ্রহ করে ব্যাখ্যা করুন। আপনার দিক থেকে উক্ত কার্যকলাপের সফলতার দিক কি ছিল এবং পরবর্তী সময়ে উক্ত কার্যক্রম উন্নত করতে কি করা যেতে পারে।"

প্রশ্নটি নিয়ে কারো কারো একটু সংশয় হচ্ছে। এখানেও একজন বিষয়টি নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন। প্রশ্নটির শুরুতে একটি বাক্য যোগ করলে বিষয়টি আরো স্পষ্ট হতে পারে বলে মনে করছি। আমার প্রস্তাব হচ্ছে প্রশ্নটি এইভাবে সাজানো -

"আপনি কি কখনও উইকিপিডিয়া বা উইকিমিডিয়া সম্পর্কিত কোন আউটরিচ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন? করে থাকলে কখন এবং কোথায় শেষবার একটি আউটরিচ কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন। সেই কার্যকলাপে আপনার কী সম্পৃক্ততা (সংগঠক, অংশগ্রহণকারী, বা উইকিমিডিয়ার সমর্থনকারী) কি ছিল তা অনুগ্রহ করে ব্যাখ্যা করুন। আপনার দিক থেকে উক্ত কার্যকলাপের সফলতার দিক কি ছিল এবং পরবর্তী সময়ে উক্ত কার্যক্রম উন্নত করতে কি করা যেতে পারে।"

বিষয়টি আগেই খেয়াল করতে পারলে ভাল হত। আমার অপারগতার জন্য দুঃখপ্রকাশ করছি। Tarunno (আলাপ) ০১:০৫, ১৮ জুলাই ২০২৪ (বিএসটি)উত্তর দিন

সম্পন্ন।--RockyMasum (আলাপ) ০১:১৪, ১৮ জুলাই ২০২৪ (বিএসটি)উত্তর দিন

বৃত্তি আবেদনের সময়সীমা বৃদ্ধির প্রস্তাব

[সম্পাদনা]

বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ইন্টারনেট বিভ্রাটের প্রেক্ষিতে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর বৃত্তি আবেদনের সময়সীমা বিবেচনা সাপেক্ষে অন্তত সপ্তাহখানেক বৃদ্ধির জন্য আয়োজক কর্তৃপক্ষের নিকট প্রস্তাব রাখছি। Abazizfahad (আলাপ) ২১:৫১, ৩১ জুলাই ২০২৪ (বিএসটি)উত্তর দিন

বৃত্তি গ্রহণকারীদের অবহিতকরণ প্রসঙ্গে

[সম্পাদনা]

বৃত্তি নির্ধারণী দলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মধ্য হতে যারা বৃত্তির আবেদন করেছিলেন তাদের এখনো বৃত্তি সম্পর্কে অবহিত করা হয়নি। অথচ এ পাতায় লিখিত আছে যে, ২৩ আগস্ট বৃত্তিপ্রাপ্তদের অবহিত করা হবে এবং ২৯ আগস্ট বৃত্তি গ্রহণের শেষ দিবস। এমতাবস্থায় যদি বৃত্তিপ্রাপ্তদের মেইল না করা হয়, তবে কীভাবে বুঝবো আমি নির্বাচিত হয়েছি, নাকি হইনি? আর বৃত্তি গ্রহণ করবোই বা কীভাবে? Ishtiak Abdullah (আলাপ) ০৬:৫৭, ২৫ আগস্ট ২০২৪ (বিএসটি)উত্তর দিন

সম্মেলনের তারিখ পরিবর্তন হওয়ায় বৃত্তি ঘোষণার তারিখসহ আনুসাঙ্গিক সকল তারিখ পরবর্তন করা হয়েছে। শীঘ্রই বৃত্তির পাতায় তা প্রকাশ করা হবে।- RockyMasum (আলাপ) ১০:১৮, ২৬ আগস্ট ২০২৪ (বিএসটি)উত্তর দিন