আড্ডা:ময়মনসিংহ উইকিপিডিয়া মিটআপ, জানুয়ারি ২০২২
অবয়ব
যোগাযোগ
সমন্বয়কারী
দোলন প্রভা
ই-মেইল
infowikimedia.org.bd
টুইটার হ্যাশট্যাগ:
#WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায় কর্তৃক আয়োজিত
ময়মনসিংহ উইকিপিডিয়া মিটআপ, জানুয়ারি ২০২২
তারিখ ও সময়: ১৫ জানুয়ারি ২০২২, ১৫:০০–১৬:০০ (বাংলাদেশ সময়)
ঠিকানা: শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক (পাবলিক গ্রন্থাগার) সামনের চত্বরে, ময়মনসিংহ • মানচিত্র
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিপিডিয়ানদের এই মিটআপটি মূলত ময়মনসিংহ অঞ্চলের উইকিপিডিয়ানদের জন্য। এটি ময়মনসিংহ সম্প্রদায়ের প্রথম অফলাইন মিটআপ। ময়মনসিংহ সম্প্রদায়ের এই মিটআপে আগ্রহী যে কেউ চাইলে যুক্ত হতে পারবেন। আপনি আপনার বন্ধুদের সাথে বসে যেভাবে আড্ডা দেন, এটি তেমনি একটি আড্ডা।
বিষয়বস্তু
[সম্পাদনা]- সম্প্রদায়ের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারণ।
- মুক্ত আলোচনা।
অংশগ্রহণকারী
[সম্পাদনা]চিত্রশালা
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।