আড্ডা:বাংলা উইকিপিডিয়া দিবস উদযাপন, ২০২৩
অবয়ব
যোগাযোগ
সমন্বয়কারী
শাবাব মুস্তাফা
মাসুম-আল-হাসান রকি
ই-মেইল
infowikimedia.org.bd
ফেসবুক ইভেন্ট পাতা
টুইটার হ্যাশট্যাগ: #WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত
বাংলা উইকিপিডিয়ার ঊনবিংশ জন্মদিন উদযাপন, ২০২৩
তারিখ ও সময়: ২৭ জানুয়ারি ২০২৩, ১৯:০০–২১:০০ (বাংলাদেশ সময়)
বাংলা উইকিপিডিয়ার ১৯তম জন্মদিন উপলক্ষে উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিপিডিয়ানদের এই অনলাইন আড্ডাটি সকলের জন্য উন্মুক্ত।
সূচী
[সম্পাদনা]- পরিচয়পর্ব
- উইকিপিডিয়ানদের শুভেচ্ছা বক্তব্য।
- সম্প্রদায়ের পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কিত আলোচনা।
অংশগ্রহণকারী
[সম্পাদনা]- শাকিল (MdsShakil • আলাপ)
- রকি (RockyMasum • আলাপ)
- মোঃ জনি হোসেন (মোহাম্মদ জনি হোসেন • আলাপ)
- ইয়াহিয়া (Yahya • আলাপ)
- মোঃ মারুফ হাসান (মোহাম্মদ মারুফ • আলাপ)
- নজরুল ইসলাম নাহিদ (NazruL Islam Nahid • আলাপ)
- শুভেন্দু খাঁ (খাঁ শুভেন্দু • আলাপ)
- নেট্টিমি সুজাতা (Nettime Sujata • আলাপ)
- খাত্তাব হাসান (খাত্তাব হাসান • আলাপ)
- সাজিদ (Sajid Reza Karim • আলাপ)
- গালিব (T. Galib • আলাপ)
- ইফতি (Ifteebd10 • আলাপ)
- নাহিদ হোসেন (NahidHossain • আলাপ)
- তাহমিদ হোসেন (Tahmid • আলাপ)
- মো. সাদমান ছাকিব (MS Sakib • আলাপ)
- ফ্যাক্ট চেকার হিউম্যান (Factcheckerhuman • আলাপ)
- নাহিদ সুলতান (NahidSultan • আলাপ)
- আফতাবুজ্জামান (আফতাবুজ্জামান • আলাপ)
- দেলোয়ার হোসেন (DelwarHossain • আলাপ)
- প্রীতিদীপ্ত রায় টমাস (Preetidipto.21 • আলাপ)
- দোলন প্রভা (Dolon Prova • আলাপ)
- শেখ (SHEIKH • আলাপ)
- ইব্রাহিম হোসেন মেরাজ (Ibrahim Husain Meraj • আলাপ)
- অর্ণব ঘোষ
- ও আরও কয়েকজন।
মতামত
[সম্পাদনা]দুই ঘণ্টার বেশি সময় ধরে আড্ডাটি হয়। এতে বিভিন্ন কিছু নিয়ে আলোচনা হয়, এর মধ্যে কিছু হল:
- অমর একুশে প্রতিযোগিতা নিয়ে আলোচনা হয়।
- আগামী বছরে বাংলা উইকিপিডিয়ার ২০তম জন্মদিন উপলক্ষ্যে জমজমাট আয়োজনের করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়। এ উপলক্ষে উন্মুক্তভাবে মতামত বা আইডিয়া নেয়া যেতে পারে বলে একজন প্রস্তাব করে।
- অফলাইন আড্ডা বেশি করতে হবে।
- ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন/শেয়ার-অ্যালাইক লাইসেন্স নিয়ে আলোচনা হয়।
- উইকিঅভিধান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
চিত্রশালা
[সম্পাদনা]-
প্রতিষ্ঠাবার্ষিকীর লোগো
এই কার্যক্রমের আরও ছবি পাওয়া যাবে উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।