আড্ডা:বাংলা উইকিপিডিয়া অনলাইন আড্ডা, আগস্ট ২০২৩
অবয়ব
যোগাযোগ
সমন্বয়কারী
মাসুম-আল-হাসান রকি
শাবাব মুস্তাফা
ই-মেইল
টুইটার হ্যাশট্যাগ: #WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত
বাংলা উইকিপিডিয়া অনলাইন আড্ডা, আগস্ট ২০২৩
তারিখ ও সময়: ০৬ আগস্ট ২০২৩, ২০:০০–২১:৩০ (বাংলাদেশ সময়)
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিপিডিয়ানদের এই অনলাইন আড্ডাটি সকলের জন্য উন্মুক্ত। আপনিও সাদরে আমন্ত্রিত।
যুক্ত হওয়ার তথ্যাবলী
[সম্পাদনা]- প্ল্যাটফর্ম: জুম (Zoom)
- লিঙ্ক: us02web.zoom.us/j/87107219005
- মিটিং আইডি: 871 0721 9005
অংশগ্রহণকারী
[সম্পাদনা]এখানে আপনার নাম যোগ করুন (ঐচ্ছিক)।
- রকি (RockyMasum • আলাপ)
জয়শ্রীরাম সরকার (আলাপ) ২২:৪৮, ১ আগস্ট ২০২৩ (বিএসটি)- ঐশিক রেহমান (Aishik Rehman • আলাপ)
- শাকিল (MdsShakil • আলাপ) ১৩:০৬, ৬ আগস্ট ২০২৩ (বিএসটি)
- অনুপ সাদি (Anup Sadi • আলাপ) ২০:৫৯, ৬ আগস্ট ২০২৩ (বিএসটি)
- Dolon Prova (আলাপ) ২২:৪৬, ৬ আগস্ট ২০২৩ (বিএসটি)
- শাবাব (Tarunno • আলাপ)
- জনি হোসেন
- মাহির মোর্শেদ (Mahir256 • আলাপ)
- তাহমিদ (Tahmid • আলাপ)
- আব্দুল আজিজ ফাহাদ
- কাউসার উদ্দিন
- মারুফ হাসান
- নাহিদ হোসেন
- ইয়াহিয়া (Yahya • আলাপ)
আলোচ্যসূচি
[সম্পাদনা]- পরিচয় পর্ব ও কুশল বিনিময়
- বাংলা উইকিপিডিয়ার বর্তমান এবং ভবিষ্যত কার্যক্রম নিয়ে আলোচনা।
- <আরও যোগ করুন>
কার্যবিবরণী
[সম্পাদনা]- এবার বাংলাদেশে উইকিম্যানিয়া হবে কিনা সেটি তাহমিদ জানতে চাইলে শাবাব মুস্তফা বলেন যে এবার উইকিম্যানিয়ার আয়োজনের ধরনটি বদলে যাওয়ার স্থানীয়ভাবে আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে চাইলে মূল উইকিম্যানিয়ায় অনলাইনে অংশগ্রহণের সুযোগ রয়েছে।
- আঞ্চলিক সম্প্রদায় নিয়ে আলোচনা হয়। তাহমিদ জানায় সে রাজশাহী সম্প্রদায় নিয়ে কাজ করতে আগ্রহী।
- দোলন প্রভা নারীদের জন্য একটি কর্মশালা আয়োজনের প্রস্তাব করেন। কর্মশালায় কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে সেই প্রশ্ন শাবাব মুস্তফা করলে অন্যরা জানায় অনুবাদ টুল, তথ্যসূত্র যোগ করা, তথ্যছক তৈরি, ও আন্তঃউইকি সংযোগ কীভাবে দেয়া যায় এসবের উপরে কর্মশালা নেয়া যেতে পারে।
- A Wiki Minute-এর ভিডিও ফেসবুকে আপলোড দেয়ার ব্যাপারে প্রস্তাব আসে এবং যদি এসব ভিডিও থেকে ভালো সাড়া পাওয়া যায় তাহলে পরবর্তিতে ভিডিওগুলি বাংলায় করা যেতে পারে বলে প্রস্তাব আসে।
- উইকিপিডিয়া ছাড়া অন্যান্য বাংলা প্রকল্প কেন্দ্র করে এডিটাথন ও কর্মশালা আয়োজনের প্রস্তাব করা হয়। অংশগ্রহণকারীদের অনেকে এডিটাথন বা কর্মশালা আয়োজনের আগ্রহ প্রকাশ করে।
চিত্রশালা
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি পাওয়া যাবে উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।