আড্ডা:চাঁদপুরে বাংলা উইকিপিডিয়া প্রতিষ্ঠাবার্ষিকী আড্ডা, ২০২০
২০২০ সালের ২৭শে জানুয়ারি বাংলা উইকিপিডিয়া ১৬ বছরে পদার্পণ করে। চাঁদপুরে বাংলা উইপিডিয়ার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উইপিডিয়ানরা। ২৭ জানুয়ারি সোমবার চাঁদপুর উইপিডিয়া সম্প্রদায়-এর আয়োজনে ও উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতায় শহরের মিজি আইটি ইনস্টিটিউটে উইকি আড্ডা ও কেক কাটার মাধ্যমে ঐতিহাসিক এ দিনটি পালন করা হয়।
চাঁদপুর উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রধান সমন্বয়ক দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এসময় অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর খবরের প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদী, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী প্রোগ্রামার হারুনুর রশিদ, বাপসা কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক, আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান শাকির।
এর আগে চাঁদপুর উইকিপিডিয়া সম্প্রদায়ের সহ-সমন্বয়ক আবদুল গনির উপস্থাপনায় উইকি আড্ডায় উইকিপিডিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন মিজি মাসুম, মুহাম্মদ আল-আমিন, সাইফুল ইসলাম নাসির, আল-আমিন প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ চাঁদপুরের উইকিপিডিয়ানদের সাথে কেক কেটে বাংলা উইপিডিয়া ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
মূল আয়োজন
তারিখ: জানুয়ারি ২৭, ২০২০, সোমবার কেক কাটা ও উইকি আড্ডা
সময়: সন্ধ্যা ৬.০০ টা থেকে ৭.০০ ঘটিকা পর্যন্ত
স্থান: মিজি আইটি, ফয়সাল শপিং কমপ্লেক্স, বাসস্ট্যান্ড, চাঁদপুর- ৩৬০০ [গুগল মানচিত্রে অবস্থান দেখুন]
আয়োজক: চাঁদপুর উইকিপিডিয়া সম্প্রদায় সহযোগিতায়: উইকিমিডিয়া বাংলাদেশ
- নিবন্ধন
২৭শে জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত এই ইভেন্টে যোগাদান করে নিবন্ধন করার সুযোগ ছিলো।
- যোগাযোগ
- ইমেইল: info-bnwikimedia.org ও infowikimedia.org.bd
- মেইলিং লিস্ট: wikipedia-bn@lists.wikimedia.org ও wikimedia-bd@lists.wikimedia.org
- সামাজিক যোগাযোগ
এছাড়াও আয়োজনের বিস্তারিত চাঁদপুর উইকিপিডিয়া সম্প্রদায়ের সামাজিক যোগাযোগের পাতাসমূহে পাওয়া যাবে।
- ফেইসবুকে বাংলা উইকিপিডিয়া প্রতিষ্ঠাবার্ষিকী আড্ডা, ২০২০-এর ইভেন্ট পাতা
- বাংলা উইকিপিডিয়ার সামাজিক যোগাযোগ পাতাসমূহ:
- অনুষ্ঠানের সব ছবি: উইকিমিডিয়া কমন্সে