বিষয়বস্তুতে চলুন

আড্ডা:উইকিমিডিয়া বাংলাদেশ সদস্যদের সভা, ডিসেম্বর ২০২৩

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

যোগাযোগ


সমন্বয়কারী
মাসুম-আল-হাসান রকি


ই-মেইল


টুইটার হ্যাশট্যাগ:
#WikimediaBD

উইকিমিডিয়া বাংলাদেশ

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন লিঙ্কডইনে আমাদের অনুসরণ করুন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন

বাংলা উইকিপিডিয়া

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন

উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত
উইকিমিডিয়া বাংলাদেশ সদস্যদের সভা, ডিসেম্বর ২০২৩


তারিখ ও সময়: ০৯ ডিসেম্বর ২০২৩, ২০:০০–২২:০০ (বাংলাদেশ সময়)

উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এই অনলাইন আড্ডাটি শুধু উইকিমিডিয়া বাংলাদেশের নিবন্ধিত সদস্যদের জন্য অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী

[সম্পাদনা]
  1. শাবাব মুস্তাফা
  2. তানভির রহমান
  3. মাসুম-আল-হাসান রকি
  4. আর. কে. হান্নান
  5. নাহিদ হোসেন
  6. সুব্রত রায়
  7. মুনতাশির আল-ইসলাম
  8. অনুপ সাদি
  9. দোলন প্রভা
  10. ঐশিক রেহমান
  11. মো: জিল্লুর রহমান
  12. আবু হুরায়রা
  13. মোঃ ইয়াহিয়া
  14. মো. মাহমুদুল আলম

আলোচ্যসূচি

[সম্পাদনা]
  • নতুনদের স্বাগত জানানো
  • সংগঠনের গঠনতন্ত্র সম্পর্কে সংক্ষেপে অবহিতকরণ
  • সংগঠনের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা
  • আসন্ন ইসি নির্বাচন সম্পর্কে মতবিনিময় বা আলোচনা
  • ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে আলোচনা

কার্যবিবরণী

[সম্পাদনা]
  • সবার সংক্ষিপ্ত পরিচিত শেষে সভাপতি মহোদয় নতুনদের স্বাগত জানান।
  • সংগঠনের গঠনতন্ত্র সম্পর্কে সভাপতি সংক্ষেপে সকলকে অবহিতকরণ করেন।
  • চ্যাপ্টারের গঠনতন্ত্র বাংলায় করার প্রস্তাব নাহিদ হোসেন উত্থাপন করলে সুব্রত রায় জানান তিনি ইতিমধ্যে অনুবাদের কাজটি শুরু করেছেন এবং আগামী ২/১ সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
  • আসন্ন ইসি নির্বাচন বিষয়ক আলোচনায় সবাই একটি বিষয়ে একমত হোন যে, ইসির নয়টি পদের জন্য ভিন্ন ভিন্ন নির্বাচন হওয়া দরকার। এছাড়া নির্বাচনের জন্য নির্বাচন কমিটি গঠন করার জন্যও পরামর্শ আসে। নির্বাচন কমিটিতে কারা থাকতে পারবে এমন প্রশ্ন আসলে, ঐশিক রেহমান বলেন যেহেতু আমাদের লোকবল কম সেহেতু ইসির বাইরে আগ্রহী সেভাবে কাউকে না পাওয়া গেলে প্রয়োজনে বর্তমান ইসি থেকেও কয়েকজনকে নিয়ে কমিটি গঠন করা যেতে পারে। যেহেতু অনেক সদস্য এই সভায় উপস্থিত ছিলেন না তাই ইমেইলে আরও বিশদ আলোচনার জন্য উপস্থিত সদস্যরা পরামর্শ দেন। তানভির রহমান পরবর্তি আলোচনা সমন্বয় করার দায়িত্ব নেন।
  • রকি চ্যাপ্টারের বর্তমান কার্যক্রম সংক্ষেপে উপস্থাপন করেন।
  • আসন্ন 'অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা' সমন্বয় কেউ করতে চায় কিনা এমন প্রশ্ন উত্থাপন করা হলে ঐশিক রেহমান সেটির সমন্বয়ক হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া ইয়াহিয়া এবং রকি এতে সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেন।
  • সভাপতি সবাইকে ধন্যবাদ দিয়ে সভা শেষ করেন।

চিত্রশালা

[সম্পাদনা]

এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে