বিষয়বস্তুতে চলুন

উইকিমিডিয়া বাংলাদেশ:প্রশাসক

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

প্রশাসকবৃন্দ হচ্ছেন উইকিমিডিয়া বাংলাদেশের কিছু বিশ্বস্ত ব্যবহারকারী যাদের উইকিমিডিয়া বাংলাদেশ এর ওয়েবসাইটে কিছু বাড়তি কারিগরী সুবিধা রয়েছে। এই বাড়তি সুবিধাগুলো মূলত প্রশাসন সংক্রান্ত ও রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহৃত হয়। এই সুবিধাগুলোর মধ্যে রয়েছে, কোনো পাতা সুরক্ষিত/অরক্ষিত করা, অপসারণ করা, পাতার নির্দিষ্ট কোনো সংস্করণ অপসারণ করা, মিডিয়াউইকি সফটওয়্যারের ইন্টারফেস বার্তাগুলো সম্পাদনা করা এবং বিশেষ সময়ে কারণবশত অন্য ব্যবহারকারীকে সম্পাদনায় বাধা প্রদান করা বা বাধা তুলে নেওয়া। প্রশাসকবৃন্দ অনেক সময় অ্যাডমিন (Admin) বা সিসপ (Sysop) নামেও পরিচিত হন।

প্রশাসকগণ এসকল বিশেষ কাজ উইকিমিডিয়া বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবী হিসেবেই সম্পাদন করেন। তারা উইকিমিডিয়া বাংলাদেশ ফাউন্ডেশনের নিয়োগকৃত কোনো চাকুরিজীবী নন। প্রশাসকগণ কখনোই নিজেরা সংশ্লিষ্ট এমন কোনো আলোচনায় বাড়তি সুবিধা গ্রহণের উদ্দেশ্যে তাঁদের প্রশাসক ক্ষমতা ব্যবহার করার জন্য অনুমতিপ্রাপ্ত নন। এই সম্প্রদায় কর্তৃক গৃহীত নীতিমালা অনুসারে তারা তাদের এই বিশেষ কারিগরী সুবিধাগুলো প্রয়োগ করতে পারেন।

প্রশাসকের ক্ষমতা

[সম্পাদনা]

প্রশাসকগণের নিম্নলিখিত প্রযুক্তিগত কর্ম সঞ্চালন করার ক্ষমতা রয়েছে:

  • ব্যবহারকারী অ্যাকাউন্ট ও আইপি ঠিকানাসমূহকে সম্পাদনা থেকে বাঁধাদান
  • নির্দিষ্ট পাতার সম্পাদনা সীমাবদ্ধ করতে পাতা সুরক্ষা করার ক্ষমতা
  • শিরোনাম কালোতালিকা ওভাররাইড করা
  • কোন উপযুক্ত শিরোনামের সাথে সংযুক্ত পাতা স্থানান্তর
  • সম্পূর্ণ সুরক্ষিত পাতা সম্পাদনা
  • অপসারণকৃত পাতাসমূহ প্রদর্শন এবং পুনরুদ্ধার
  • সম্পাদনা ইতিহাস লুকানো এবং অপসারণ
  • অন্যান্য বিশেষ কর্ম সঞ্চালন

উইকিমিডিয়া বাংলাদেশের প্রশাসকবৃন্দ

[সম্পাদনা]

বর্তমানে উইকিমিডিয়া বাংলাদেশে মোট ৯ জন প্রশাসক রয়েছে।

  • প্রশাসকের কার্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে দেখুন।