আড্ডা:নারী উইকিপিডিয়ানদের অনলাইন মিটআপ, ফেব্রুয়ারি ২০২৪
অবয়ব
যোগাযোগ
সমন্বয়কারী
দোলন প্রভা
ই-মেইল
dolonprovagmail.com
টুইটার হ্যাশট্যাগ:
#WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত
নারী উইকিপিডিয়ানদের অনলাইন মিটআপ, ফেব্রুয়ারি ২০২৪
তারিখ ও সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০০–২০:০০ (বাংলাদেশ সময়)
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত নারী উইকিপিডিয়ানদের এই মিটআপটি কোন অঞ্চলভিত্তিক উইকিপিডিয়ানদের জন্য না। এটি নারী উইকিপিডিয়ানদের তৃতীয় অনলাইন মিটআপ। বাংলাদেশ, ভারতের নারী উইকিপিডিয়ান চাইলে এতে যে কেউ যুক্ত হতে পারবেন।
বিষয়বস্তু
[সম্পাদনা]- উইকি জরিপ ২০২৩-এর রিপোর্ট নিয়ে আলোচনা।
- অসমীয়া- বাংলা উইকিপিডিয়া সম্পাদনা মেলা-এর ফলাফল নিয়ে আলোচনা।
- ৮ মার্চ নারী দিবস বিষয়ে কার্যপরিকল্পনা।
- কার্যক্রম:একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ, ২০২৪/ঢাকা- অংশ গ্রহণ।
- নারীদের কার্যক্রম নিয়ে প্রকল্পের নাম।
পরিকল্পনা
[সম্পাদনা]- ৮ মার্চ নারী অধিকার ও জীবনী বিষয়ে এডিটাথনের আয়োজন।
- নারীদের কার্যক্রম নিয়ে প্রকল্পের কিছু নাম প্রস্তাব, তবে আরো কিছুদিন এটা নিয়ে ভাবা দরকার।
- উইকি জরিপ ও অসমীয়া- বাংলা উইকিপিডিয়া সম্পাদনা মেলার ইতিবাচক প্রভাব আছে।
অংশগ্রহণকারী
[সম্পাদনা]- দোলন প্রভা (Dolon Prova • আলাপ)
- সামিহা রহমান (SamihaRahman • আলাপ)
- নুসরাত রুমি (Nusrat Rumi • আলাপ)
- রামিশা তাবাসসুম (রামিশা তাবাসসুম • আলাপ)