বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৪/প্রার্থী/মো. তানবিন ইসলাম সিয়াম

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

মো. তানবিন ইসলাম সিয়াম
মো. তানবিন ইসলাম সিয়াম
Md. Tanbin Islam Siyam
সদস্য নম্বর: WMBD-RM-039
সাধারণ সদস্য
Potasiyam

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি ২০১৬ সাল থেকে উইকিমিডিয়া বাংলাদেশে সাধারণ সদস্য হিসেবে যুক্ত আছি। আমি ওপেন সোর্স এবং ওপেন নলেজ মুভমেন্টের একজন আন্তরিক সমর্থক। ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষার বিকাশে বাংলা ফন্ট নিয়ে কাজ করছি। মুক্ত লাইসেন্সে আমার কিছু ফন্ট রিলিজ করেছি। বাংলা উইকিপিডিয়ার ইন্টারফেসেও আমার মুক্ত লাইসেন্সে রিলিজ করা একটি ফন্ট যুক্ত হয়েছে। আমি ব্যক্তিজীবনে একজন সফটওয়্যার প্রকৌশলী এবং বাংলা টাইপোগ্রাফির একজন মুক্তজীবি পরামর্শক। বাংলা ভাষা, ওপেন সোর্স এবং ওপেন নলেজ আমার বিশেষ আগ্রহের জায়গা।

প্রার্থী কখনো উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেননি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

আমি ঢাকায় ও ঢাকার বাইরে উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত মিটআপসমূহে সক্রিয় অংশগ্রহণের চেষ্টা করেছি। উইকিমিডিয়া বাংলাদেশের ইভেন্টসমূহের আয়োজনেও সহযোগিতা করেছি।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

আমার উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রমের সাথে যুক্ত থাকার অভিজ্ঞতার আলোকে আমি অনুভব করছি যে এর কার্যক্রমে আমার অংশগ্রহন বৃদ্ধির সুযোগ রয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশের সংস্থাগত সক্ষমতার উন্নয়ন এবং উইকিমিডিয়া বাংলাদেশের সকল কার্যক্রমের পরিকল্পনা ও নির্বাহে সহযোগীতার প্রত্যয় নিয়ে নির্বাহী পরিষদের সদস্য হবার সংকল্প নিয়েছি।