নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৪/প্রার্থী/মো. তানবিন ইসলাম সিয়াম
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি ২০১৬ সাল থেকে উইকিমিডিয়া বাংলাদেশে সাধারণ সদস্য হিসেবে যুক্ত আছি। আমি ওপেন সোর্স এবং ওপেন নলেজ মুভমেন্টের একজন আন্তরিক সমর্থক। ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষার বিকাশে বাংলা ফন্ট নিয়ে কাজ করছি। মুক্ত লাইসেন্সে আমার কিছু ফন্ট রিলিজ করেছি। বাংলা উইকিপিডিয়ার ইন্টারফেসেও আমার মুক্ত লাইসেন্সে রিলিজ করা একটি ফন্ট যুক্ত হয়েছে। আমি ব্যক্তিজীবনে একজন সফটওয়্যার প্রকৌশলী এবং বাংলা টাইপোগ্রাফির একজন মুক্তজীবি পরামর্শক। বাংলা ভাষা, ওপেন সোর্স এবং ওপেন নলেজ আমার বিশেষ আগ্রহের জায়গা।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?
প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?