বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৪/প্রার্থী তালিকা/প্রাথমিক

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে।

অংকন ঘোষ দস্তিদার
অংকন ঘোষ দস্তিদার
Ankan Ghosh Dastider
সদস্য নম্বর: WMBD-RM-030
সাধারণ সদস্য
ANKAN

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

বাংলা উইকিপিডিয়ার মাধ্যমে অবদান রাখা শুরু হয় ২০১২ সাল থেকে, অন্যান্য সহপ্রকল্পেও অবদান রাখতে শুরু করি। অনলাইনে এডিটাথন, প্রতিযোগিতা ছাড়াও ছাড়াও কর্মশালা, ফটোওয়াক আয়োজনসহ উইকির নানা কার্যক্রমে অবদান রেখেছি। এখন পর্যন্ত ৯টি কর্মশালা/ সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেছি। যুক্ত ছিলাম সম্মেলন আয়োজনে। উইকিবার্তার সহকারী সম্পাদক এবং উইকিমিডিয়া এডুকেশন নিউজলেটারের সম্পাদক হিসেবে কাজ করেছি দীর্ঘদিন। স্বেচ্ছাসেবার বাইরে উইকিমিডিয়া ফাউন্ডেশনের হয়ে কাজ করেছি ২.৫ বছর। প্রবন্ধ লিখেছি দৈনিক ও ম্যাগাজিনে।

প্রার্থী পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণসহ বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নতি সাধনে আপনার ভূমিকা কিরূপ ছিলো?

সেক্রেটারি (নভেম্বর ২০২০ — ডিসেম্বর ২০২৩)

নির্বাহী সদস্য (অক্টোবর ২০১৮ — নভেম্বর ২০২০)

কার্যনির্বাহী সদস্য: কমিউনিটি ডিরেক্টর, প্ল্যানিং অ্যান্ড আউটরিচ (অক্টোবর ২০১৭ — অক্টোবর ২০১৮)

সংক্ষেপে ভূমিকা: কর্মশালা, ফটোওয়াক, প্রতিযোগিতা, এডুকেশন প্রোগ্রাম আয়োজন; সম্মেলন আয়োজনে সহযোগিতা; প্রকাশনা সম্পাদনা; আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্বকরণ।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

অনলাইনে মানবাধিকারের পক্ষে উইকিসহ একাধিক এডিটাথন, প্রতিযোগিতা আয়োজন করেছি। ৯টি কর্মশালা/ সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেছি স্কুল, কলেজ, ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে। যুক্ত ছিলাম উইকিম্যানিয়া ২০২২ সম্মেলন আয়োজনে। উইকিবার্তার সহকারী সম্পাদক হিসেবে সম্পাদনার বাইরে প্রায় ৬০+ নিবন্ধ লিখেছি ও ৮+ সাক্ষাৎকার নিয়েছি। এছাড়াও প্রবন্ধ লিখেছি জাতীয় দৈনিক ও ম্যাগাজিনে, যা দেখতে পাওয়া যাবে এখানে

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

প্রকাশনা নিয়মিতকরণ, এডিটাথন/প্রতিযোগিতা/কর্মশালা আয়োজন ও আয়োজনে সহযোগিতা। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সময়ানুযায়ী সহযোগিতা।

আর কে হান্নান
আর কে হান্নান
R K Hannan
সদস্য নম্বর: WMBD-RM-014
সাধারণ সদস্য
Sufe

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি আর কে হান্নান। বয়স ৩৩। ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি থেকে ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছি। স্নাতকের ছাত্র থাকাকালীন উইকিপিডিয়ার কাজের সাথে সম্পৃক্ত হই। পরবর্তীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপ ম্যানেজমেন্ট এন্ড প্র্যাকটিসে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত। পেশাগত জীবনে আমি একজন ব্যবসায়িক উদ্যোক্তা। আমার শিক্ষা, দক্ষতা ও উদ্ভাবনী কৌশল উইকি মুভমেন্টে সহায়ক হবে বলে মনে করি।

প্রার্থী কখনো উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেননি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

২০১৫ সাল হতে উইকিমিডিয়া বাংলাদেশের আনুষ্ঠানিক সদস্য। ২০১৫-১৮ মেয়াদে সাবেক কার্যনির্বাহী পরিষদে কমিউনিটি ডিরেক্টর, প্লানিং অ্যান্ড আউটরিচ হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়া অন-উইকি ও কমন্সে আমার অবদান রয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে কর্মশালা ও অন্যান্য অনুষ্ঠানাদি পরিচালনার অভিজ্ঞতা আছে। অফলাইনে অনুষ্ঠিত একাধিক মিটআপ, এডিটাথন, ফটোওয়াক ও প্রচারণা অনুষ্ঠানে আয়োজক ও অংশগ্রহণকারী হিসেবে সক্রিয় ছিলাম।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

স্কুল পর্যায়ে বর্তমান শিক্ষা ব্যবস্থায় উন্মুক্ত শিক্ষাদানে উইকিপিডিয়াকে সহায়ক টুলস হিসেবে কিভাবে সম্পৃক্ত করা যায় সে ব্যাপারে আগ্রহী। বিভিন্ন শ্রেণী ও পেশার মধ্যে উইকিপিডিয়া কিভাবে জনপ্রিয় করা যায় সে ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে আগ্রহী। এছাড়া, তথ্যের উন্মুক্ত প্রবেশাধিকার সহায়তায় উইকি কমন্স, সোর্স ও বই কিভাবে জনপ্রিয় করা যায় সে ব্যাপারে ভূমিকা রাখতে চাই।

আলী হায়দার খান
আলী হায়দার খান
Ali Haidar Khan
সদস্য নম্বর: WMBD-FM-003
প্রতিষ্ঠাতা সদস্য
Ali Haidar Khan

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

উইকিমিডিয়ার অনলাইন ও অফলাইন কার্যক্রমের সাথে আছি ২০০৬ থেকে। উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ, পরে সভাপতি, এবং সর্বশেষ নির্বাহী পরিষদের সদস্য হিসেবে পথচলায় সাথে ছিলাম এবং আছি। উইকিমিডিয়া ফাউন্ডেশনের ফান্ডস ডেসিমিনেশন কমিটির সদস্য এবং ভাইস চেয়ার নির্বাচিত হই ২০১২ সালে; পাঁচবছর এ দায়িত্ব পালন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে বিবিএ, আইবিএ থেকে এমবিএ এবং কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে এনালিটিক্সে মাস্টার্স। কর্মজীবন ফাইন্যান্স ও ব্যাংকিয়ে।

প্রার্থী পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণসহ বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নতি সাধনে আপনার ভূমিকা কিরূপ ছিলো?

বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনকে প্রতিষ্ঠানিক রূপ দিতে সমমনা কয়েকজন মিলে আমরা উইকিমিডিয়া বাংলাদেশ প্রতিষ্ঠা করি। এর গঠনতন্ত্র বেশিরভাগটাই আমার লেখা এবং দুই বছরের বেশি সময় পরিশ্রমের পর এর রেজিস্ট্রেশন করতে সক্ষম হই। উইকিমিডিয়া বাংলাদেশের শুরুর কঠিন দিনগুলো থেকে এর কার্যক্রম দেশব্যাপি বিস্তারে কাজ করেছি। একে শুধু ঢাকা কেন্দ্রীক না রেখে সারাদেশ থেকে সদস্য সংগ্রহের উদ্যোগ নিই এবং বিভাগীয় কার্যক্রম শুরু করি। দায়িত্ব পালন: কোষাধ্যক্ষ - ২০১২-২০১৫, সভাপতি - ২০১৬-২০১৭, নির্বাহী সদস্য - ২০১৮-২০২৩।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

২০০৬ সাল থেকে বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সাথে আছি। শুরু থেকে অনলাইন ও অফলাইন কার্যক্রম আয়োজনে সম্পৃক্ত থেকেছি। এর মধ্যে আছে উইকিপিডিয়া কর্মশালা, উইকিআড্ডা, একুশে ফেব্রুয়ারির সমাবেশ, বাংলা উইকিপিডিয়া অনকনফারেন্স, কনফারেন্স, এডিটএথন, জিমিওয়েলস এর বাংলাদেশ সফর, এবং বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে কর্মশালা আয়োজন। এছাড়া উইকিমিডিয়া বাংলাদেশের বিভিন্ন দাপ্তরিক কাজেও সম্পৃক্ত থেকেছি। উইকিমিডিয়ার আন্তজার্তিক পরিমন্ডলে উইকিমিডিয়া বাংলাদেশের হয়ে প্রচারণা ও উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাথে যোগাযোগে কাজ করেছি।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

উইকিমিডিয়া বাংলাদেশকে বিশ্বের একটি প্রথমসারির উইকমিডিয়া চ্যাপ্টার হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে সে লক্ষ্যে প্রথম থেকে কাজ করে আসছি - সে পথে আমরা এখন অনেকদূর এগিয়েছি।

সামনের দিনগুলোতে বাংলাদেশের সব জেলায় উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রম বিস্তার করতে চাই যাতে মুক্তজ্ঞানের চর্চা দেশের প্রতিটি কোনায় ছড়িয়ে যায়।

এ কে আল মহীউদ্দিন
এ কে আল মহীউদ্দিন
A K Al Mohiuddin
সদস্য নম্বর: WMBD-RM-012
সাধারণ সদস্য
Moheen

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি ২০১০ সাল থেকে উইকিমিডিয়া আন্দোলনের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত আছি। ২০১৪ সালে চট্টগ্রামে উইকিমিডিয়া প্রকল্পগুলির সম্ভাব্যতা এবং সম্প্রসারণে সহায়তা প্রদানের উদ্দেশ্যে "চট্টগ্রাম উইকিসম্প্রদায়" নামে উইকিমিডিয়া বাংলাদেশ প্রথম আঞ্চলিক সম্প্রদায় প্রতিষ্ঠা করি। বাংলা উইকিপিডিয়ায় এবং উইকিমিডিয়া কমন্সে আমার প্রশাসক অধিকার রয়েছে। ২০২১-২২ মেয়াদে আমি ন্যায়পাল কমিশনের একজন সদস্য হিসেবে কাজ করেছি। এছাড়াও ২০১৮ সালে বাংলা উইকিভ্রমণ চালুর ক্ষেত্রে আমার সক্রিয় অবদান ছিল।

প্রার্থী পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণসহ বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নতি সাধনে আপনার ভূমিকা কিরূপ ছিলো?

আমি ২০১৬-১৮, ২০১৮-২০, ২০২০-২১ এবং ২০২২-২৩ মেয়াদে নির্বাহী পরিষদের সদস্য হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক কার্যক্রমে সক্রিয় অবদান রেখেছি। এছাড়াও আমি ২০১৫ সালে গঠিত প্রথম কার্যনির্বাহী পরিষদের পরিকল্পনা ও আউটরিচ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। নির্বাহী পরিষদের সদস্য হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের অনলাইন/অফলাইন বিভিন্ন কার্যক্রমে আমার সক্রিয় আবদান রয়েছে। এছাড়াও উইকিমিডিয়া বাংলাদেশের অধীনে উইকি লাভস মনুমেন্টস (২০১৬ থেকে ২০২০) এবং উইকি লাভস আর্থ (২০১৭ থেকে ২০২০) আয়োজন করেছি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

নির্বাহী পরিষদের সদস্য হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের অনলাইন/অফলাইন বিভিন্ন কার্যক্রমে আমার সক্রিয় আবদান রয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশের অধীনে উইকি লাভস মনুমেন্টস (২০১৬-২০) এবং উইকি লাভস আর্থ (২০১৭-২০) আয়োজন করেছি। এছাড়াও অন-অফলাইন মিলিয়ে ১২টি এডিটাথন, দেশের বিভিন্ন স্থানে ৮টি কর্মাশালা, চট্টগ্রামে ২টি ফটোওয়াক ও ১২টি উইকিআড্ডার আয়োজন করেছি। ২০১৯ সালে বাংলা-জার্মান সাংস্কৃতিক বিনিময় প্রকল্প, এবং উইকিক্যাম্প চট্টগ্রাম নামে দেশের প্রথম উইকিক্যাম্পের আয়োজন করেছি।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

নির্বাহী পরিষদের সদস্য হবার পর বরাবরের মতোন আমার সক্রিয়তা বজায় রাখতে পারবো বলে মনে করি। আগামীতেও উইকিমিডিয়া বাংলাদেশের কর্মপন্থায় যুগসই পদক্ষেপ গ্রহণে আমার দৃঢ় ভূমিকা বজায় থাকবে। আমরা ইতোমধ্যে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারীদলের সাথে সমন্বিতভাবে বাংলা উইকিমৈত্রী নামে একটি আন্তর্জাল তৈরি করেছি। যার অধীনে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে নানাবিধ কর্মপরিকল্পনা গৃহীত হয়েছে এবং তার বাস্তবায়নে আমার সক্রিয় ভূমিকা রয়েছে এবং থাকবে।

ঐশিক রেহমান
ঐশিক রেহমান
Aishik Rehman
সদস্য নম্বর: WMBD-RM-087
সাধারণ সদস্য
Aishik Rehman

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি ঐশিক রেহমান, প্রায় ছয় বছর ধরে অর্থাৎ ২০১৮ থেকে উইকিমিডিয়া আন্দোলনের সাথে এবং তিন বছর (২০২১ থেকে) ধরে উইকিমিডিয়া বাংলাদেশের সাথে যুক্ত রয়েছি। আমি উইকিমিডিয়া আন্দোলনের সাথে অফলাইন ও অনলাইন বিভিন্ন আয়োজনে অংশগ্রহণকারী, পর্যালোচক, স্বেচ্ছাসেবক এবং আয়োজক হিসেবে বিভিন্ন সময় অবদান রেখেছি। আমি বর্তমানে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশে কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিষয়ে অধ্যয়ন করছি।

প্রার্থী কখনো উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেননি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

আমি উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বিভিন্ন এডিটাথন, অফলাইন আয়োজন, একুশে সমাবেশে বিভিন্ন সময় অংশগ্রহণকারী পর্যালোচক ও আয়োজক হিসেবে ভূমিকা রেখেছি এবং বিভিন্ন আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করেছি। আমি বর্তমানে একাধিক বাংলা প্রকল্পে প্রশাসক, ইন্টারফেস প্রশাসক ও মেন্টর হিসেবে অবদান দেখভাল করছি। এই মুহূর্তে বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলন সনদের খসড়া প্রণয়ন কমিটির প্রতিনিধি হিসেবে কাজ করছি। ময়মনসিংহ আঞ্চলিক উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রস্তাবনা থেকে শুরু করে কর্মসূচি নির্ধারণে প্রথম থেকেই প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে যুক্ত রয়েছি।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

  1. কিছু সক্রিয় উপকমিটি তৈরি এবং তাদের কার্যক্রমে সহায়তা;
  2. আঞ্চলিক ও বৈশ্বিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ এবং সহযোগিতামূলক কার্যক্রম বৃদ্ধি;
  3. অনুদান জনিত প্রতিবন্ধকতা কমানোর চলমান প্রচেষ্টাকে বেগবান করা এবং এরপর নিয়মিত ইন্টারনেট সহায়তা প্রদানের ব্যবস্থা করা, ফান্ডরেইজিংয়ে কাজ করা;
  4. শিক্ষাপ্রতিষ্ঠান এবং বন্ধুপ্রতিম প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন কর্মসূচি, স্পন্সরশিপ এবং সহযোগিতামূলক কার্যক্রম বৃদ্ধিতে নির্বাহী পরিষদকে সহযোগিতা করা;
  5. উইকিমিডিয়া বাংলাদেশের গঠনতন্ত্র, রেজুলেশন এবং ওয়েবসাইটের ইন্টারফেস বাংলায় ভাষান্তর করা।

তানভির রহমান
তানভির রহমান
Tanvir Rahman
সদস্য নম্বর: WMBD-FM-004
প্রতিষ্ঠাতা সদস্য
Wikitanvir

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

২০০৯ সালে বাংলা উইকিপিডিয়ায় যোগদানের মাধ্যমে আমি উইকিমিডিয়া আন্দোলনের সাথে যুক্ত হই। বর্তমানে বাংলা উইকিপিডিয়া, কমন্সসহ কয়েকটি প্রকল্পে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও পূর্বে বৈশ্বিক উইকিমিডিয়া প্রকল্পের বৈশ্বিক প্রশাসক এবং স্টুয়ার্ড হিসেবেও দায়িত্ব পালন করেছি। উইকিমিডিয়া বাংলাদেশের শুরু থেকেই আমি এর সাথে জড়িত এবং সংগঠনটির গোড়াপত্তনের অন্যতম উদ্যোক্তা। ২০১৩ থেকে জার্মানিতে বসবাস করছি এবং অনলাইনে উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্প ও উইকিমিডিয়া বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত।

প্রার্থী পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণসহ বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নতি সাধনে আপনার ভূমিকা কিরূপ ছিলো?

আমি উইকিমিডিয়া বাংলাদেশের শুরু থেকে প্রত্যেকটি নির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেছি। এর মধ্যে ২০১১–২০১৬ পর্যন্ত সাধারণ সম্পাদক ও ২০২১–২০২২ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছি। সংগঠনের সূচনালগ্নে ব্যবস্থাপনা, কর্মকাণ্ডের রূপরেখা তৈরি ও বাস্তবায়নে আমার ভূমিকা ছিলো। এছাড়াও সংগঠনের আন্তর্জাতিক সম্পর্কের প্রসার ও উন্নয়ন, রিপোর্টিং, এবং ডকুমেন্টেশন পদ্ধতির পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রেখেছি। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা ও পরিচালনার জন্য অর্থ সংগ্রহে অনুদান গ্রহণ ও বিতরণেও কাজ করেছি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

উইকিমিডিয়া আন্দোলনে আমার অবদানের মধ্যে সকল উইকি প্রকল্পগুলোতে আমার ৬০,০০০-এর বেশি সম্পাদনা রয়েছে, যার প্রায় অর্ধেক বাংলা ভাষার প্রকল্পগুলোতে। এছাড়াও স্টুয়ার্ড এবং অ্যাফিলিয়েশন কমিটির সদস্য হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনলাইন ও অফলাইনে কাজের অভিজ্ঞতাও আমার আছে। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে বিভিন্ন অনলাইন ও অফলাইন উইকি মিটআপ, কর্মশালা, এডিটাথন, এবং কনফারেন্স আয়োজনে আমি ভূমিকা রেখেছি। দেশের বাইরে অবস্থান করায় দেশে অফলাইন কার্যক্রমে অংশ নেওয়া সম্ভব না হলেও, অনলাইনে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করি।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

ভবিষ্যতে সংগঠনের অগ্রগতিতে যে কাজগুলো করতে চাই তার মধ্যে রয়েছে, সংগঠনের বিভিন্ন কাজের গতিবৃদ্ধি ও কার্যপ্রক্রিয়ার স্ট্যান্ডার্ডাইজেশনের উদ্দেশ্যে বিভিন্ন কাজের এসওপি প্রণয়নে কাজ করা। সংগঠনের ডকুমেন্টেশন পদ্ধতির উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া, যেনো তা—১) গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ার ঝুঁকি কমায়, ২) বিভিন্ন তথ্য দ্রুত জানতে ও ব্যবহার করতে সাহায্য করে, এবং ৩) ভবিষ্যৎবান্ধব হয়। এছাড়াও কার্যক্রমের সাথে আঞ্চলিক সম্প্রদায় ও সদস্যদের সম্পৃক্ততা এবং অন্যান্য অ্যাফিলিয়েটদের সাথে যৌথ কার্যক্রম বাড়াতে আগ্রহী।

দোলন প্রভা
দোলন প্রভা
Dolon Prova
সদস্য নম্বর: WMBD-RM-082
সাধারণ সদস্য
Dolon Prova

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি দোলন প্রভা। ৭ বছরেরও বেশি সময় ধরে নিবন্ধগুলি সম্পাদনা করছি এবং সরঞ্জামগুলি ব্যবহার করছি। আমি উইকিমিডিয়ায় বিভিন্ন প্রকল্পে অবদান রাখি। আমি ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রধান সমন্বয়ক-এর দায়িত্ব পালন করছি। এজন্য বিভিন্ন অনলাইন ও অফলাইন প্রোগ্রামের আয়োজন করি। সর্বশেষ উইকি জরিপ ২০২৩-এর অফলাইন প্রোগ্রাম, উইকিপিডিয়া:অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪-এর আয়োজনে যৌথভাবে দায়িত্ব পালন ও নিবন্ধ তৈরিতে অংশগ্রহণ করেছি।

প্রার্থী কখনো উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেননি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

অন-লাইন কাজের মধ্যে এডিটাথন, ডাটাথন, উইকি জরিপ, অসমীয়া উইকির সাথে একটি সাংস্কৃতিক এডিটাথনের আয়োজন করেছি। এর মাধ্যমে বাংলা উইকিতে নতুন নিবন্ধ যুক্ত হয়েছে। অফ-উইকিতে ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ে মিটআপ, ফটোওয়াক, কর্মশালা ইত্যাদির আয়োজন করেছি।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

সদস্য হওয়া পরে উইকিতে নারী অবদানকারীদের যুক্ততা বাড়ানোর জন্য কর্মশালা, এডিটাথন ইত্যাদির আয়োজন করব। এছাড়া ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের মাধ্যমে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অফ-লাইন কিছু কাজ করব। ইতিমধ্যে আমি শুরু করেছি। এটাকে আরো বড় পরিসরে করব। আমি আমার সম্প্রদায়ে নতুন কয়েকটি অফ-লাইন প্রোগ্রাম যুক্ত করব। যেমন- নতুন উইকি রিডার তৈরি, সেমিনার ইত্যাদি।

মানিক সরেন
মানিক সরেন
Manik Soren
সদস্য নম্বর: WMBD-RM-093
সাধারণ সদস্য
Manik Soren

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি মূলত সাঁওতালি উইকিপিডিয়ায় বেশি কাজ করি এবং বর্তমানে এর একজন স্থায়ী প্রশাসক। পাশাপাশি বাংলা উইকিপিডিয়া, উইকিমিডিয়া কমন্স এবং উইকিডাটাতেও অবদান রাখার চেষ্টা করছি। উইকিমিডিয়া ফাউন্ডেশন ও উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারের অনলাইন ও অফলাইন বিভিন্ন কার্যক্রমেও অংশগ্রহণ করেছি। আমার স্বপ্ন পৃথিবীর সকল ভাষা সমান মর্যাদায় টিকে থাকুক। এই জন্য নিজের সাধ্যের মধ্যে কাজ করে যাচ্ছি। উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হলে অবশ্যই আমি আরো সক্রিয়ভাবে কাজ করবো।

প্রার্থী কখনো উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেননি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

  • বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের অংশ হিসেবে সাঁওতালি উইকিপিডিয়া প্রতিষ্ঠায় কাজ করেছি;
  • উইকিমিডিয়া বাংলাদেশ এর বিভিন্ন অনলাইন ও অফলাইন ইভেন্টে সক্রিয় অংশগ্রহণ করেছি;
  • ইন্টারনেটে সাঁওতালি ও বাংলা ভাষার কনটেন্ট সমৃদ্ধিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি;
  • বাংলাদেশ উইকিমিডিয়া আন্দোলনের বিভিন্ন কাজকে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমের সাহায্যে প্রচার, প্রসারের কাজ করে যাচ্ছি।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

  • উইকিমিডিয়া আন্দোলনে আরো বেশি বেশি কর তরুন, যুবদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য কাজ করবো;
  • উইকিমিডিয়া আন্দোলনকে গ্রাম পর্যায়ে নিয়ে আসবো;
  • সাঁওতালিসহ দেশের অন্যান্য আদিবাসী ভাষায় উইকিমিডিয়া আন্দোলনকে ছড়িয়ে দিব;
  • অস্বচ্ছল সক্রিয় অবদানকারীদের ইন্টারনেট/কম্পিউটার/মোবাইল সামগ্রী কিভাবে দেওয়া যায় সেই জন্য কাজ করবো;
  • সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উইকিমিডিয়া আন্দোলনকে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে কাজ করবো;
  • বিভিন্ন উইকি সম্প্রদায় এবং সংগঠনের সাথে সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করবো।

মাসুম আল হাসান
মাসুম আল হাসান
Masum al Hasan
সদস্য নম্বর: WMBD-RM-013
সাধারণ সদস্য
RockyMasum

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমার উইকিমিডিয়া আন্দোলনের সাথে যাত্রা শুরু ২০১৩ সালে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার মাধ্যমে। বর্তমানে বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি উইকিমিডিয়া কমন্স ও উইকিভ্রমণে অবদান বেশি রাখা হয়। চেষ্টা করি উইকিমিডিয়ার অন্যান্য প্রকল্পে ও অফ-উইকি বিভিন্ন কার্যক্রমে নিয়মিত অবদান রাখার।

পেশাগত জীবনে একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত আছি। এছাড়া ছাত্রজীবনে পাঠ্যক্রম বহির্ভূত বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলাম যা আমাকে চ্যাপ্টারের বিভিন্ন বিষয়ে অবদান রাখতে বা নেতৃত্ব দানে সহায়ক হিসেবে কাজ করে।

প্রার্থী পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণসহ বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নতি সাধনে আপনার ভূমিকা কিরূপ ছিলো?

আমি ২০১৬ সালে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের একজন সদস্য এবং ২০২০ সাল থেকে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি।

নির্বাহী পরিষদের সদস্য হিসেবে উল্লেখযোগ্য কাজের মধ্যে ছিল আঞ্চলিক সম্প্রদায়গুলির সাথে যোগাযোগ রক্ষা করা, বিভিন্ন ইভেন্ট আয়োজন করা, চ্যাপ্টারের বিভিন্ন কার্যক্রমের জন্য গ্র্যান্টসের আবেদন করা ও কাজ শেষে প্রতিবেদন পেশ করা।

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের সময় চেষ্টা করেছি অর্থ সংক্রাত বিষয়গুলি শৃঙ্খলাবদ্ধ করার। যেমন: ইনভেন্টরি তৈরি, ভ্রমণ ভাতার নীতিমালা প্রস্তুত করা ইত্যাদি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

আমার অন-উইকি যাত্রা শুরু ২০১৩ সালে এবং অফ-উইকি কার্যক্রম শুরু করি ২০১৫ সালে। এরপর থেকে অদ্যাবধি কোন বিরতিহীনভাবে বিভিন্ন কার্যক্রমের সাথে সমান তালে যুক্ত আছি। উইকিমিডিয়া আন্দোলনকে এগিয়ে নিতে দেশের বিভিন্ন অঞ্চলে সশরীরে বা অনলাইনে কর্মশালা, আড্ডা, এডিটাথনসহ প্রায় অর্ধ শত কার্যক্রমের নেতৃত্ব দিয়েছি। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- রাবিতে দেশের প্রথম উইকি ক্লাব গঠন, রাজশাহী সম্প্রদায় প্রতিষ্ঠা, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা আয়োজন, দেশের অন্তত ৬টি জেলায় সশরীরে আড্ডা/কর্মশালা/ফটোওয়াক আয়োজন ইত্যাদি।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

  • সম্প্রদায়ের আগ্রহী উইকিমিডিয়ানদের নিয়ে অপারেসন্স বা ওয়ার্কিং কমিটি গঠন। যা চ্যাপ্টারের বিভিন্ন কার্যক্রমকে আরও সহজ ও বেগবান করবে।
  • উইকিমিডিয়া বাংলাদেশ পরিপূর্ণ সংগঠন হিসেবে দাঁড়াতে পারে তা নিশ্চিত করা, এজন্য গ্র্যান্টস বা স্পন্সরশীপের দিকে বিশেষ গুরুত্বারোপ করা।
  • চ্যাপ্টারের সকল কাজকে আরও শৃঙ্খলাবদ্ধ করা। যাতে বছরের শুরুতেই সবাই জানতে পারি যা এই বছর কী কী হতে যাচ্ছে।
  • বিভিন্ন সংস্থা বা সংগঠনের সাথে সহযোগিতামূলক কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই ও আয়োজন।

মো. তানবিন ইসলাম সিয়াম
মো. তানবিন ইসলাম সিয়াম
Md. Tanbin Islam Siyam
সদস্য নম্বর: WMBD-RM-039
সাধারণ সদস্য
Potasiyam

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি ২০১৬ সাল থেকে উইকিমিডিয়া বাংলাদেশে সাধারণ সদস্য হিসেবে যুক্ত আছি। আমি ওপেন সোর্স এবং ওপেন নলেজ মুভমেন্টের একজন আন্তরিক সমর্থক। ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষার বিকাশে বাংলা ফন্ট নিয়ে কাজ করছি। মুক্ত লাইসেন্সে আমার কিছু ফন্ট রিলিজ করেছি। বাংলা উইকিপিডিয়ার ইন্টারফেসেও আমার মুক্ত লাইসেন্সে রিলিজ করা একটি ফন্ট যুক্ত হয়েছে। আমি ব্যক্তিজীবনে একজন সফটওয়্যার প্রকৌশলী এবং বাংলা টাইপোগ্রাফির একজন মুক্তজীবি পরামর্শক। বাংলা ভাষা, ওপেন সোর্স এবং ওপেন নলেজ আমার বিশেষ আগ্রহের জায়গা।

প্রার্থী কখনো উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেননি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

আমি ঢাকায় ও ঢাকার বাইরে উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত মিটআপসমূহে সক্রিয় অংশগ্রহণের চেষ্টা করেছি। উইকিমিডিয়া বাংলাদেশের ইভেন্টসমূহের আয়োজনেও সহযোগিতা করেছি।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

আমার উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রমের সাথে যুক্ত থাকার অভিজ্ঞতার আলোকে আমি অনুভব করছি যে এর কার্যক্রমে আমার অংশগ্রহন বৃদ্ধির সুযোগ রয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশের সংস্থাগত সক্ষমতার উন্নয়ন এবং উইকিমিডিয়া বাংলাদেশের সকল কার্যক্রমের পরিকল্পনা ও নির্বাহে সহযোগীতার প্রত্যয় নিয়ে নির্বাহী পরিষদের সদস্য হবার সংকল্প নিয়েছি।

মোহাম্মদ কাওছার উদ্দীন
মোহাম্মদ কাওছার উদ্দীন
Mohammad Kawsar Uddin
সদস্য নম্বর: WMBD-RM-019
সাধারণ সদস্য
Kawsaru

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি পেশায় একজন গণমাধ্যম কর্মী। আমি দৈনিক সংবাদ এর সিনিয়র রিপোর্টার এবং আইসিটি পেইজ ইনচার্জ হিসাবে কর্মরত আছি। আইসিটি বিষয়ক মাসিক ম্যাগাজিন সি-নিউজ এর ব্যবস্থাপনা সম্পাদক হিসাবেও কাজ করছি। প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর সভাপতি হিসাবে বর্তমানে আমি দায়িত্ব পালন করছি।

এছাড়াও আমি ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি, বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) এর বোর্ড অফ ট্রাস্টির সদস্য এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সহযোগি সদস্য।

প্রার্থী কখনো উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেননি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

আমি উইকিমিডিয়া বাংলাদেশের সাথে দীর্ঘদিন জড়িত। এর মধ্যে আমি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করতে চেষ্টা করেছি। প্রযুক্তি সাংবাদিকদের জন্য একটি ওয়ার্কশপের আয়োজনও করেছিলাম। যেখানে উইকিমিডিয়া বাংলাদেশ থেকে ২/৩ জন প্রতিনিধি রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন।

যেহেতু প্রযুক্তি সাংবাদিকরা দিনের বেশিরভাগ সময় অনলাইনে থাকেন এবং প্রযুক্তি সম্পর্কে কিছু ধারনা আছে, আমার মনে হয়েছিল প্রযুক্তি সাংবাদিকরা বাংলা উইকিমিডিয়ায় ভালো ভূমিকা রাখতে পারবে। কিন্তু সেটি এখনো হয়ে ওঠেনি।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

গণমাধ্যম কর্মী হিসাবে আমার পর্যবেক্ষণ হচ্ছে, উইকিমিডিয়া বাংলাদেশ সংগঠন হিসাবে গণমাধ্যমে খুব বেশি হাইলাইটেড না এখনো। এই ইস্যুতে আমি কাজ করতে চাই। সাংবাদিকরা কিভাবে বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সাথে সংযুক্ত হতে পারে এ বিষয়ে সবার সহযোগিতায় উদ্যোগ নিতে চাই।

এতদিন সংযুক্ত থাকার পরও আমি নিজে এখনো কিভাবে এডিট করতে হয়, কিভাবে নিবন্ধ তৈরি করতে হয়, কোথা থেকে শুরু করতে হয় এসব বিষয়গুলো হাতে-কলমে জানি না। অনেকেই এই বিষয়গুলো ঠিকমতো বুঝতে পারে না দেখে ইনভলব হতে পারে না। এ বিষয়ে আমাদের বেশি কাজ করা উচিত।

শাবাব মুস্তাফা
শাবাব মুস্তাফা
Shabab Mustafa
সদস্য নম্বর: WMBD-FM-005
প্রতিষ্ঠাতা সদস্য
Tarunno

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও আন্তর্জাতিক উইকি আন্দোলনের বেশ কিছু কমিটি এবং উপ-কমিটিতে দায়িত্ব পালন করেছি। বাংলা কম্পিউটিং জনপ্রিয়করণ আন্দোলনে কর্মী হিসেবে, বাংলাদেশের লিনাক্স সম্প্রদায়ে নেতৃস্থানে কাজ করেছি। এসকল দায়িত্ব পালনকালে সম্মুখ সারির কর্মঅভিজ্ঞতা, উইকি-আন্দোলন সম্পর্কে সুস্পষ্ট ধারণা, প্রাতিষ্ঠানিক ও আইনী জ্ঞান এবং জাতীয় ও আন্তর্জাতিক যোগাযোগ নেটওয়ার্ক সঞ্চিত হয়েছে। নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে অর্জিত জ্ঞান এবং আস্থা কাজে লাগিয়ে সংগঠনের কাজ এগিয়ে নিতে পারব।

প্রার্থী পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণসহ বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নতি সাধনে আপনার ভূমিকা কিরূপ ছিলো?

আমি ৬টি মেয়াদে (২০১২-২০২৩) নির্বাহী পরিষদ সদস্য, তন্মধ্যে ২ মেয়াদে সভাপতি (২০১৮-১৯, ২০২২-২৩) হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার কর্মকালে আমি সংগঠনের নীতি-নির্ধারণ, কর্মপরিকল্পনা, কর্মবাস্তবায়ন, কর্মবাস্তবায়নের তত্ত্বাবধান,নথিকরণ, আন্তসংগঠন এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, উইকিমিডিয়া বাংলাদেশের প্রকাশনাসমূহের তত্ত্বাবধান ও প্রশিক্ষণ কার্যক্রমের তত্ত্বাবধান করেছি। এর পাশাপাশি ৪টি আন্তর্জাতিক সম্মেলনে উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

নীতিনির্ধারক হিসেবে কাজ করার পাশাপাশি বিগত বছরগুলোতে আমি দেশের বিভিন্ন স্থানে ৯টি কর্মশালার পরিকল্পক, আয়োজক এবং সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়া ১৫টির অধিক মিটআপ, ৬টি নিবন্ধ প্রতিযোগিতা, ৩টি চিত্র প্রতিযোগিতা, ৪টি দেশীয় সম্মেলন এবং অসমেম্মলনে আয়োজক দলের সাথে দায়িত্ব পালন করেছি। এছাড়াও উইকিমিডিয়া বাংলাদেশের বিভিন্ন প্রচারণা কার্যক্রমে আয়োজক এবং তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। অন-উইকিতে বাংলা উইকিপিডিয়া, বাংলা উইকিসংকলন এবং উইকিমিডিয়া কমন্সে সীমিত আকারে কাজ করার অভিজ্ঞতা আছে।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

আমাদের ভবিষ্যতে প্রচুর কাজের সুযোগ রয়েছে কিন্তু প্রধান প্রতিবন্ধক হচ্ছে পর্যাপ্ত অর্থায়ন। আইনী এবং আনুষাঙ্গিক জটিলতাগুলো নিরসনে আমি নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি যার বেশ কিছুটা অগ্রগতি হয়েছে। নির্বাচিত হলে এই প্রতিবন্ধকতাটি আমি যথাসম্ভব দূর করতে চেষ্টা চালিয়ে যাব, যাতে একটি অনুকূল পরিবেশ আমরা তৈরি করতে পারি। এছাড়া জাতীয় নীতিনির্ধারণী মহলে মুক্তজ্ঞানের দর্শন জোরালেভাবে তুলে ধরে জাতীয় জ্ঞানভান্ডারে সঞ্চিত জ্ঞানের আরো সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার পক্ষে কাজ করার ইচ্ছা আছে।