ফটোওয়াক:ময়মনসিংহ উইকিপিডিয়া ফটোওয়াক, মার্চ ২০২৩
অবয়ব
যোগাযোগ
সমন্বয়কারী
দোলন প্রভা
রবিন সাহা
ই-মেইল
টুইটার হ্যাশট্যাগ:
#WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায় কর্তৃক আয়োজিত
ময়মনসিংহ উইকিমিডিয়া ফটোওয়াক, মার্চ ২০২৩
তারিখ ও সময়: ১০ মার্চ ২০২৩, ১০:০০–২:০০ (বাংলাদেশ সময়)
ঠিকানা: মুক্তাগাছা উপজেলা, ময়মনসিংহ
ময়মনসিংহ সম্প্রদায় থেকে ফটোওয়াকের আয়োজন করা হয়েছে। এই ফটোওয়াকটি মূলত ময়মনসিংহ অঞ্চলের উইকিপিডিয়ানদের জন্য। এই ফটোওয়াকটি মুক্তাগাছা উপজেলায় হবে। এটি মূলত মুক্তাগাছার প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানের ছবি সংগ্রহের জন্য করা হবে। ময়মনসিংহ সম্প্রদায়ের এই আয়োজনে আগ্রহী যে কেউ চাইলে যুক্ত হতে পারবেন।
নিয়মাবলী
[সম্পাদনা]- উইকিমিডিয়া কমন্সে গ্রহণযোগ্য যে কোনো স্থানের ছবি আপলোড দেওয়া যাবে।
- যত খুশি ছবি আপলোড দেওয়া যাবে। তবে ছবিটি যেন নিজের তোলা হয় এবং কপিরাইট নিজের নামেই থাকে।
- প্রতিটি ছবি আপলোড দেওয়ার সময় বিষয়শ্রেণী হিসেবে "Wikipedia Photowalk, Mymensingh, march 2023" বিষয়শ্রেণী যুক্ত করতে হবে।
অংশগ্রহণকারী
[সম্পাদনা]- Dolon Prova (আলাপ) ১৩:২৬, ৮ মার্চ ২০২৩ (বিএসটি)
- Robin Saha (আলাপ) ২০:৩৯, ৮ মার্চ ২০২৩ (বিএসটি)
- Anup Sadi (আলাপ) ২৩:৪৭, ৮ মার্চ ২০২৩ (বিএসটি)
চিত্রশালা
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।