বিষয়বস্তুতে চলুন

আড্ডা:বাংলা উইকিপিডিয়া অনলাইন আড্ডা, জুলাই ২০২১

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

যোগাযোগ


সমন্বয়কারী
শাবাব মুস্তাফা


ই-মেইল


টুইটার হ্যাশট্যাগ:
#WikimediaBD

উইকিমিডিয়া বাংলাদেশ

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন লিঙ্কডইনে আমাদের অনুসরণ করুন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন

বাংলা উইকিপিডিয়া

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন

উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত
বাংলা উইকিপিডিয়া অনলাইন আড্ডা, জুলাই ২০২১


তারিখ ও সময়: ০৩ জুলাই ২০২১, ১৯:০০–২০:৩০ (বাংলাদেশ সময়)

উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিপিডিয়ানদের এই অনলাইন আড্ডাটি সকলের জন্য উন্মুক্ত। আপনিও সাদরে আমন্ত্রিত। এই নথিটি আড্ডার পর যুক্ত করা হয়েছে।

যুক্ত হওয়ার তথ্যাবলী

[সম্পাদনা]

অংশগ্রহণকারী

[সম্পাদনা]
  1. অংকন (ANKANআলাপ) ০০:৪১, ১ জুলাই ২০২১ (বিএসটি)
  2. শাবাব মুস্তাফা (Tarunnoআলাপ) ০০:৫৩, ১ জুলাই ২০২১ (বিএসটি)
  3. নাহিদ সুলতান (NahidSultanআলাপ) ১৩:৩৩, ১ জুলাই ২০২১ (বিএসটি)
  4. মাসুম-আল-হাসান রকি (RokyMasumআলাপ) ১৪:০৩, ১ জুলাই ২০২১ (বিএসটি)
  5. সাজিদ শরীফ (ShazidSharifআলাপ) ShazidSharif (আলাপ) ১৬:৪৮, ১ জুলাই ২০২১ (বিএসটি)
  6. তানভির (Wikitanvirআলাপ) ২১:০৯, ১ জুলাই ২০২১ (বিএসটি)
  7. তানভির মোর্শেদ (Tanweer Morshedআলাপ) Tanweer (আলাপ) ১২:২৪, ২ জুলাই ২০২১ (বিএসটি)
  8. নাহিদ হোসেন (NahidHossainআলাপ) ১৮:৫৭, ২ জুলাই ২০২১ (বিএসটি)
  9. শাকিল হোসেন (MdsShakilআলাপ) ১২:১৯, ৩ জুলাই ২০২১ (বিএসটি)
  10. ইফতেখার নাইম (ইফতেখার নাইমআলাপ) ১৮:৫৩, ৩ জুলাই ২০২১ (বিএসটি)
  11. দেলোয়ার হোসেন (DelwarHossainআলাপ) ১৯:১৮, ৩ জুলাই ২০২১ (বিএসটি)
  12. গোলাম মুকিত (Md. Golam Mukit Khanআলাপ) ১৯:৪০, ৩ জুলাই ২০২১ (বিএসটি)
  13. Dolon Prova (আলাপ) ২১:১৬, ৩ জুলাই ২০২১ (বিএসটি)
  14. Anup Sadi (আলাপ) ২১:১৪, ৩ জুলাই ২০২১ (বিএসটি)

আলোচ্যসূচী

[সম্পাদনা]
  • বাংলা উইকিপিডিয়ার বর্তমান এবং ভবিষ্যত কার্যক্রম নিয়ে আলোচনা।

কার্যবিবরনী

[সম্পাদনা]
  1. একটি সাংবাদিক গ্রুপের সাথে একটি কর্মশালা আয়োজন করা হবে। সম্ভাব্য অনলাইন কর্মশালার তারিখ জুলাই ১৬, ২০২১।
  2. পরীক্ষামূলকভাবে অনলাইন আড্ডা মাসে একটির বদলে দুই করা হবে। যদি অংশগ্রহণকারীর সংখ্যা কম হয় তাহলে পরবর্তীতে একটিতে ফেরত যাওয়া যাবে।
  3. মিটিংয়ের সময় নির্ধারণ নিয়ে একটি ভোটিং করা হয়েছে। সেই ভোটে আড্ডার সময় রাত ৮:০০ থেকে ৯:৩০ ৭৫% ভোট পেয়েছে।
  4. উইকিপিডিয়ার নীতিমালাগুলি সহজবোধ্য বঙ্গানুবাদ করা দরকার এবং এই জন্য অভিজ্ঞ উইকিপিডিয়ান + প্রশাসকদের উদ্যোগে একটি প্রকল্প চালু করা হবে এবং কাজ করা হবে। নাহিদ সুলতান একটি প্রাথমিক খসড়া তৈরি করে আলোচনা শুরু করবেন।
  5. পরীক্ষামূলকভাবে ভিডিও পডকাস্ট / short clip প্রকল্প শুরু করা হবে। এইসব পডকাস্টে উইকিপিডিয়ার দর্শন, কর্ম পদ্ধতি এবং অন্যান্য FAQ নিয়ে কথা বলা হবে।