নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরনী/নভেম্বর, ২০২০
নির্বাহী পরিষদের বৈঠক - রেজোলিউশন - আর্থিক প্রতিবেদন
নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - নভেম্বর ৭, ২০২০
- স্থান: স্কাইপে (অনলাইন)
- উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: শাবাব মুস্তাফা (সভাপতি), তানভির মোর্শেদ (কোষাধ্যক্ষ), মাসুম-আল-হাসান, তানভির রহমান, আলী হায়দার খান, ও অংকন ঘোষ দস্তিদার।
- নথি তৈরি করেছেন: অংকন ঘোষ দস্তিদার
শাবাব মুস্তাফার সভাপতিত্বে সভা শুরু হয় বাংলাদেশ সময়, মধ্যাহ্ন ৭টায়। এর পূর্বে তিনি নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে। চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর অবস্থা বিবেচনাপূর্বক অনলাইনে এই সভা আয়োজিত হয়।
হাউজকিপিং
[সম্পাদনা]- বোর্ড নাহিদ সুলতান-এর পদত্যাগপত্র গ্রহণ, নভেম্বর ২০২০ রেজোলিউশনটি অনুমোদন করে।
- বোর্ড অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে অংকন ঘোষ দস্তিদার-এর নিয়োগ, নভেম্বর ২০২০ রেজোলিউশনটি অনুমোদন করে।
সভার আলোচ্যসূচি
[সম্পাদনা]- নাহিদ সুলতানের পদত্যাগ
- নতুন দপ্তর নির্বাহী নিয়োগ
- মধ্যবর্তী অফিস বিয়ারার সন্ধান
- সংগঠনের প্রোফাইল তৈরি
- আসন্ন উইকিপিডিয়ার জন্মদিন ও এক লক্ষ নিবন্ধের মাইল ফলক উদযাপন সম্পর্কিত পরিকল্পনা
- ফাউন্ডেশনে বার্ষিক প্রতিবেদন ২০১৯ জমাদান
- বিবিধ
নাহিদ সুলতানের পদত্যাগ
[সম্পাদনা]নির্বাহী পরিষদের নিকট বর্তমান সেক্রেটারি নাহিদ সুলতানের পদত্যাগপত্র গৃহীত হয়।
নতুন দপ্তর নির্বাহী
[সম্পাদনা]নাহিদ সুলতান (সেক্রেটারি)-এর নির্বাহী পরিষদ হতে পদত্যাগের ফলে তৈরি শূন্যস্থান পূরণের জন্য নির্বাহী পরিষদে অন্তর্বতীকালীন সদস্য নিয়োগ দেয়ার প্রস্তাব সর্বসম্মতিতে বোর্ড কর্তৃক গৃহীত হয়।
মধ্যবর্তী অফিস বিয়ারার সন্ধান
[সম্পাদনা]নাহিদ সুলতান (সেক্রেটারি)-এর নির্বাহী পরিষদ হতে পদত্যাগের ফলে সেক্রেটারি পদে তৈরি শূন্যস্থান পূরণের জন্য অন্তর্বতীকালীন সেক্রেটারি হিসেবে অংকন ঘোষ দস্তিদারকে দায়িত্ব দেয়ার প্রস্তাব সর্বসম্মতিতে বোর্ড কর্তৃক গৃহীত হয়।
সংগঠনের প্রোফাইল তৈরি
[সম্পাদনা]উইকিমিডিয়া বাংলাদেশের প্রোফাইল তৈরির ব্যাপারে বোর্ড আলোচনা করে এবং এ ব্যাপারে একমত হয়। আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয় যে মাসুম-আল-হাসানের নেতৃত্বে বোর্ডের সবাই মিলে দ্রুত এই প্রোফাইল তৈরির কাজ সম্পন্ন করবে।
আসন্ন উইকিপিডিয়ার জন্মদিন ও এক লক্ষ নিবন্ধের মাইল ফলক উদযাপন সম্পর্কিত পরিকল্পনা
[সম্পাদনা]উইকিপিডিয়ার বিংশতম জন্মদিন আসন্ন। একইসাথে বাংলা উইকিপিডিয়া এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন করতে যাচ্ছে। এ সংক্রান্ত গ্র্যান্টের আবেদন ও কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য তানভির রহমানের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।
ফাউন্ডেশনে বার্ষিক প্রতিবেদন ২০১৯ জমাদান
[সম্পাদনা]ফাউন্ডেশনে ২০১৯-এর বার্ষিক প্রতিবেদন দ্রুত জমা দেয়ার ব্যাপারে বোর্ড তৎপর। এ ব্যাপারে বোর্ড মাসুম-আল-হাসান দায়িত্ব প্রদান করে এবং তিনি সমন্বয়ের মাধ্যমে তৎকালীন সেক্রেটারি নাহিদ সুলতানের সাথে আলোচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।