নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরনী/সেপ্টেম্বর, ২০১৯

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন


নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - সেপ্টেম্বর ২১, ২০১৯

  • স্থান: ফ্রেপড মিলনায়তন, ঢাকা, বাংলাদেশ
  • উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: শাবাব মুস্তাফা (সভাপতি), নাহিদ সুলতান (সেক্রেটারি), তানভির মোর্শদ (ট্রেজারার), মাসুম-আল-হাসান, এ কে আল মহিউদ্দীন ও অংকন ঘোষ দস্তিদার।
  • নথি তৈরি করেছেন: নাহিদ সুলতান, সেক্রেটারি

শাবাব মুস্তাফার সভাপতিত্বে সভা শুরু হয় মধ্যাহ্ন ২টা ৩০ মিনিটে। এর পূর্বে নাহিদ সুলতান নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে।

হাউজকিপিং[সম্পাদনা]

সভার আলোচ্যসূচি[সম্পাদনা]

  1. উইকিমিডিয়া বাংলাদেশের আঞ্চলিক পরিষদের গঠনতন্ত্র ও কার্যক্রম সংক্রান্ত
  2. উইকিমিডিয়া বাংলাদেশের কার্য নির্বাহী পরিষদ (অপারেশন্স কমিটি) সংক্রান্ত
  3. উইকিমিডিয়া বাংলাদেশ ও উইকিমিডিয়া প্রকল্প নিয়ে প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন সংক্রান্ত নথি প্রস্তুত
  4. বাংলা উইকিপিডিয়া, বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের ইতিহাস ও বৈশ্বিক প্রক্ষোপট নিয়ে বই প্রকাশ সংক্রান্ত
  5. উইকিমিডিয়া বাংলাদেশের বর্তমান আউটরীচ প্রক্রিয়ার মূল্যায়ন
  6. উইকিমিডিয়া বাংলাদেশের নিবন্ধিত সদস্য সংক্রান্ত
  7. উইকিমিডিয়া সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল তৈরি
  8. নতুন ও পুরাতন উইকিমিডিয়ানদের আগ্রহী করে তুলতে কয়েকটি প্রস্তাবনা
  9. বিবিধ