ফটোওয়াক:রাজশাহী উইকিপিডিয়া ফটোওয়াক ২০১৮
যোগাযোগ
সমন্বয়কারী
মাসুম আল হাসান
মোস্তাফিজুর রহমান
ই-মেইল
mmrsafywikimedia.org.bd
ফেসবুক ইভেন্ট পাতা
টুইটার হ্যাশট্যাগ: #bnwiki #WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত
রাজশাহী উইকিপিডিয়া ফটোওয়াক ২০১৮
তারিখ ও সময়: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:০০–: (বাংলাদেশ সময়)
ঠিকানা: রাজশাহী, রাজশাহী
পৃথিবীর সবচেয়ে বড় ফটোগ্রাফি কনটেস্ট উইকি লাভস মনুমেন্টসকে সামনে রেখে রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায় আয়োজন করেছে "রাজশাহী উইকিপিডিয়া ফটোওয়াক-২০১৮"। উইকি লাভস মনুমেন্টস প্রতিযোগিতাটি প্রতি বছর সেপ্টেম্বর মাস জুড়ে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় শুধুমাত্র নির্দিষ্ট কিছু স্থানের ছবি আপ্লোড করা যায়। এরকম স্থান রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যেই আছে ৯টা। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিপিডিয়ানদের এই ফটোওয়াকটি সকলের জন্য উন্মুক্ত। আপনিও আমন্ত্রিত।
নিয়মাবলী
[সম্পাদনা]- ফটোওয়াক শুরু হবে ২৮ সেপ্টেম্বর, ২০১৮ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০১৮ শেষ হওয়া পর্যন্ত।
- উপরে উল্লেখিত স্থানের ছবি ছাড়াও যেকোনো স্থানের ছবি আপলোড দেওয়া যাবে। তবে সেক্ষেত্রে ছবিগুলো প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।
- যত খুশি ছবি আপলোড দেওয়া যাবে। তবে ছবিটি যেন নিজের তোলা হয় এবং কপিরাইট নিজের নামেই থাকে।
- প্রতিটি ছবি আপলোড দেওয়ার সময় বিষয়শ্রেণী হিসেবে " Rajshahi Wikipedia Photowalk 2018" বিষয়শ্রেণী যুক্ত করতে হবে।
অংশগ্রহণকারী
[সম্পাদনা]- মোস্তাফিজুর রহমান সাফি (mmrsafy • আলাপ)
- Moshiur Rahman Bijoy (MR Bijoy2 • আলাপ)
- মাসুম-আল-হাসান (RockyMasum • আলাপ)
গ্যালারি
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি পাওয়া যাবে উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।