খুলনা উইকিপিডিয়া সম্প্রদায়/দায়িত্ব

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতায় পরিবর্তন রয়েছে যা অনুবাদ করার জন্য চিহ্নিত করা হয়নি।

বৃত্তান্ত
প্রধান পাতা

দায়িত্ব
যোগাযোগের ব্যক্তি

স্বেচ্ছাসেবক
সম্প্রদায়ের অবদানকারী

উইকিআড্ডা
উইকিমিটআপ

কার্যক্রম
ঘটনাবলী/অনুষ্ঠানসমূহ

সংবাদ
সংবাদসমূহ

চিত্রশালা
অ্যালবাম

খুলনার উইকিমিডিয়া সম্প্রদায়ের সাথে যুক্ত হতে চাইলে বা সম্প্রদায়ের বিভিন্ন সহায্য সহযোগিতায় নিম্নোক্ত ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করতে পারেন। তারা উইকিমিডিয়া বাংলাদেশ সাথে খুলনা সম্প্রদায়ের সমন্বয় সাধনে কাজ করছে।

পরিচিতি

মাসুম ইবনে মুসা, একজন সক্রিয় উইকিমিডিয়ান, মাসুম খুলনা জেলার কয়রা থানায় উত্তর বেদকাশী ইউনিয়নের বড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রথম শৈশব শিক্ষক ছিলেন মাস্টার হাবিবুর রহমান (তাঁর পিতামহ); তিনি বড়বাড়ী প্রাথমিক স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা জীবন সম্পন্ন করেন। এরপর তিনি "কয়রা মদিনাবাদ উচ্চ বিদ্যালয়" (২০০৬) সালে তার মাধ্যমিক জীবন পার করেন। তার উচ্চ মাধ্যমিক শিক্ষা "কপোতাক্ষ কলেজ" (২০০৮) সালে সম্পন্ন হয়। শিক্ষাকালীন সময়ে তিনি "এম এম কম্পিউটার ইনস্টিটিউট" পূর্বের "কলেজ কম্পিউটার" (২০০৪-২০০৮) সালের কম্পিউটার শিক্ষক হিসেবে একজন উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। ২০০৬ সালে তিনি তার নিজের কম্পিউটার ইনস্টিটিউট "দিগন্ত কম্পিউটার" প্রতিষ্ঠা করেন। তিনি তার বিবিএ অনার্স বি এল কলেজে খুলনা থেকে অর্থনীতি বিষয়ে (২০০৯-২০১২) শুরু করেছিলেন এবং এমএ (২০১৩) সালে একই বিষয়ে।

২০০৮ সালের ১২ ফেব্রুয়ারী তারিখে সর্বপ্রথম আইপি এ্যাকাউন্টের মাধ্যমে সম্পাদনার মাধ্যমে বিশ্ব উইকি পরিবারের সাথে সম্পৃক্ত হন। যদিও উক্ত সময়ে বাংলা উইকিতে তেমন কোন প্রভাব ছিলনা; এজন্য ইংরেজী উইকিতে প্রাথমিকভাবে কাজ শুরু করেন। এরপর মোটামুটিভাবে ২০১০ সাল থেকে মাসুম+ অন্যান্য নামে এ্যাকাউন্টে কাজ করে আসলেও সর্বশেষ মাসুম ইবনে মুসা নামের এ্যাকাউন্ট থেকে বর্তমানে কাজ করছেন। তবে তিনি ক্রিকেটার, শিল্পী, খেলোয়াড়, অভিনেতা ও অভিনেত্রীর নিবন্ধে কাজ করতে পছন্দ করেন। এছাড়াও ইসলাম সম্পর্কিত নিবন্ধে কাজ করতে ভালবাসেন।

যোগাযোগ
চিত্র

পরিচিতি

ফেরদৌস ফেসবুকে সরদার ফেরদৌস নামেই পরিচিত। বাংলাদেশের খুলনা জেলার কয়রা থানার সুন্দরবন ঘেঁষা ভাগবাহ নামক গ্রামে আজ থেকে কয়েক যুগ পূর্বে ঈদ উল ফিতরের সকালে জন্মগ্রহণ করেন। বাংলা উইকিপিডিয়ার সঙ্গে তার ferdous নামে পথচলা ২০১৪ সাল থেকে। খুলনা উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রথম প্রশাসক হিসেবে কৃতিত্ব অর্জন করেন। তার স্কুল জীবন কেটেছে দাকোপ থানার চালনা এন. সি. ব্লু বার্ড প্রাথমিক বিদ্যালয় ও চালনা কেসি পাইলট কলেজিয়েট হাই স্কুলে। খুলনা পাবলিক কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি একটি ক্লোরোএলক্যালি প্লান্টে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। বাংলা উইকির একজন নিয়মিত সদস্য হিসেবে তাকে প্রায় প্রতিদিনই বাংলা উইকিপিডিয়ায় পাওয়া যায়। তার আগ্রহের বিষয়বস্তু বহুমাত্রিক হলেও রসায়ন, রন্ধন, ভ্রমণ সম্পর্কিত নিবন্ধে তার আনাগোনা বেশী। বাংলা উইকির এলোমেলো বিষয়শ্রেণী বিন্যাস করা তার প্রিয় একটি কাজ।


চিত্র ও যোগাযোগ