রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়
অবয়ব
(রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায় থেকে পুনর্নির্দেশিত)
প্রধান পাতা
|
দায়িত্ব
|
স্বেচ্ছাসেবক
|
কার্যক্রম
|
চিত্রশালা
|
রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায় (পূর্বের নাম: রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়) রাজশাহী বিভাগে উইকিমিডিয়া বাংলাদেশের একটি স্থানীয় সম্প্রদায় যারা রাজশাহীতে উইকিপিডিয়া তথা উইকিমিডিয়া প্রকল্পসমূহ প্রচার ও প্রসারে কাজ করছে। উইকিমিডিয়া বাংলাদেশের দ্বিতীয় আঞ্চলিক এই সম্প্রদায়টি ২০১৫ সালের ১৭ই মার্চ রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়।
এই সম্প্রদায়ের প্রাথমিক উদ্দেশ্য হলো উইকিমিডিয়া প্রকল্পে রাজশাহী সম্পর্কিত তথ্য সমৃদ্ধ করা এবং রাজশাহীর স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় সাধন করা।
উদ্দেশ্য
[সম্পাদনা]- উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পগুলোতে রাজশাহী এবং সংশ্লিষ্ট বিষয়বস্তু সমৃদ্ধ করা।
- রাজশাহীতে উইকিমিডিয়া প্রকল্পকে পরিচিত করা।
- রাজশাহীর শিক্ষার্থী ও অন্যান্যদের মধ্যে মুক্ত বিশ্বকোষসহ মুক্ত এই জ্ঞানভাণ্ডারের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং তারা যাতে কার্যকরী উপায়ে সেগুলো ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা।
- স্থানীয়ভাবে বিভিন্ন সমমনা শিক্ষা-প্রতিষ্ঠান, সংস্থা, জাদুঘর ও অন্যান্যদের সাথে যৌথভাবে উইকিমিডিয়ার শিক্ষামূলক কার্য প্রচার ও প্রসারে বিভিন্ন কর্মশালা, সেমিনার, সম্মেলন, ফটোওয়াক এবং আড্ডার আয়োজন করা।
- উইকিমিডিয়া ফাউন্ডেশনের শিক্ষামূলক কাজের প্রসারে কাজ করা।
- উইকিমিডিয়ায় বিদ্যমান শিক্ষামূলক বিষয়বস্তু ব্যবহারে উৎস প্রদান করে শিক্ষায় কার্যকরী ভূমিকা পালন।
স্বেচ্ছাসেবক
[সম্পাদনা]
যোগাযোগ
[সম্পাদনা]- মোবাইল
- (+৮৮০) ১৭২৭ ৯৫৭২৩৩, (+৮৮০) ১৭২৮ ৩২২৬০১
- হ্যাশট্যাগ
- #WikipediaRajshahi
- ইউআরএল
- https://bd.wikimedia.org/wiki/Rajshahi
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।