বাংলা উইকিসম্মেলন ২০২৪/হ্যাকাথন
যোগদানকারীদের ধরণ
[সম্পাদনা]- মৌলিক প্রোগ্রামার: যারা মূল মিডিয়াউইকির প্রোগ্রামিং ও প্রযুক্তির সাথে অভ্যস্ত বা/এবং মিডিয়াউইকি টেকনোলজির কাজ জানেন এবং সেই অনুপাতে এই হ্যাকাথনে অংশ নিচ্ছেন।
- স্ক্রিপ্ট কিডি বা সাধারণ প্রোগ্রামার: যারা অন্যদের স্ক্রিপ্ট/টুলস কপি করে বা/এবং স্থানীয়করণ করে উইকিগুলিতে ব্যবহার করতে এই হ্যাকাথনে অংশ নিচ্ছেন।
- ডকুমেন্টেটর: যারা টুলস বা স্ক্রিপ্টের নথি বাংলায় তৈরি বা অনুবাদ করতে এই হ্যাকাথনে অংশ নিচ্ছেন।
- অনুবাদক: যারা উইকিপিডিয়ার টুলস সম্পর্কিত বা দূরগতভাবে সম্পর্কিত পাতাগুলি অনুবাদ করতে বা তৈরি করতে এই হ্যাকাথনে অংশ নিচ্ছেন।
আবশ্যকীয় বিষয়বস্তু
[সম্পাদনা]আপনার কাজ করার জন্য একটি ল্যাপটপ বা মোবাইলের প্রয়োজন হবে। তবে, অনুষ্ঠানস্থলে ওয়াইফাইয়ের ব্যবস্থাপনা থাকবে। (মোবাইল ডাটা বা এই ধরণের কিছুর প্রয়োজন নেই।)
অনুষ্ঠানসূচী
[সম্পাদনা]অনলাইন হ্যাকাথন ১৪ই নভেম্বর ২০২৪ ইং তারিখ থেকে শুরু হয়ে যাবে। যারা যারা অনলাইনে হ্যাকাথনের কাজ করতে নিবন্ধন করেছেন, এমনকি যারা উইকিসম্মেলনে কাজ করতে চান, তারাও সুযোগ হলে এবং/বা করতে চাইলে ১৪ তারিখ থেকে কার্যক্রম শুরু করে দিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠান
[সম্পাদনা]অনুষ্ঠানসূচী অনুযায়ী ১৫ই নভেম্বর ২০২৪ ইং তারিখের সকাল ১০:০৫ থেকে ১০:২৫ পর্যন্ত ফয়জুল লতিফ চৌধুরী উদ্বোধনী বক্তব্য দিবেন। তার বক্তৃতার পরই হ্যাকাথনে আগ্রহীরা কাজ করার জন্য আইভরি মিটিং রুমে কাজ শুরু করবো। কাজ শুরু করার আগে ৫ মিনিট পুরো বিষয়ে একটি হালকা উপস্থাপনা প্রদান করা হবে।
হ্যাকাথনের স্থান
[সম্পাদনা]অনলাইনে হ্যাকাথন যেকোনো স্থান থেকে পরিচালিত হতে পারে। উইকিসম্মেলনে আইভরি মিটিং রুমে হ্যাকাথন পরিচালিত হবে।
হ্যাকাথন সমাপনী প্রদর্শনী
[সম্পাদনা]হ্যাকাথন সমাপনী প্রদর্শনী বা হ্যাকাথন শোকেস ১৬ই নভেম্বর ২০২৪ ইং তারিখে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে ২টা ৩০ এর মধ্যে পরিচালিত হবে। যারা অনলাইনে কাজ করেছেন ও প্রদর্শনীতে কাজ প্রদর্শন করাতে আগ্রহী, তাদেরকে অবশ্যই দুপুর ১২:৩০ এর আগে কাজ গ্রহণযোগ্য উপায়ে শেষ করতে হবে। গ্রহণযোগ্য কাজই কেবল প্রদর্শনীতে শোকেস করা হবে।
হ্যাকাথনের ক্ষেত্রসমূহ
[সম্পাদনা]কার্যক্রম উপপাতায় ট্র্যাক করা হবে। বিস্তারিত তথ্য সেখানে পাওয়া যাবে।
ফাব্রিকেটরে বাকি থাকা বাংলা উইকির কাজ
[সম্পাদনা]- পেজলিস্ট উইজেটে বাংলা বর্ণমালা যোগ করা। প্রকল্প: উইকিসংকলন। ফ্যাব্রিকেটর সংযোগ। (খোলার তারিখ: ১১ ডিসেম্বর ২০২৩)
- মেইলম্যান বাংলা ফন্ট সমস্যা। প্রকল্প: গ্নু মেইলম্যান, উইকিমিডিয়া মেইল লিস্ট কর্তৃক ব্যবহার। ফ্যাব্রিকেটর সংযোগ। (খোলার তারিখ: ২৪ মে ২০২১)
- বাংলা অন্যান্য উন্মুক্ত ফন্ট যুক্ত করা। প্রকল্প: সব মিডিয়াউইকি। (এটা ফ্যাব্রিকেটরে শুধুমাত্র উইকিসংকলনের জন্য আবেদন করা হয়েছিলো। আমাদের পুরো বিষয়টা নিয়ে কাজ করা উচিত।)
- বাংলা সংখ্যা সংক্রান্ত সমস্যা। প্রকল্প: উইকিসংকলন। ফ্যাব্রিকেটর সংযোগ । (খোলার তারিখ: ২৩ আগস্ট ২০২৩)
খসড়া নামস্থান সংক্রান্ত টুলস
[সম্পাদনা]এই হ্যাকাথনের উল্লেখযোগ্য একটি ক্ষেত্র হচ্ছে খসড়া নামস্থান সংক্রান্ত কার্যক্রম। এখানে কয়েকটি স্ক্রিপ্ট রয়েছে, যেগুলিসহ অন্যান্য যেকোনো খসড়া-সংক্রান্ত টুলস বা স্ক্রিপ্ট নিয়ে কাজ করা যেতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত টুলস
[সম্পাদনা]কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কয়েকটি টুলস বা স্ক্রিপ্ট অন্যান্য উইকিতে ইতোমধ্যেই কাজ করছে। এই সম্মেলনে সেসব নিয়ে কাজ করা যেতে পারে।
অন্যান্য প্রয়োজনীয় টুলস
[সম্পাদনা]কিছু টুলসের প্রস্তাবনা এসেছে, সেগুলি পর্যালোচনা করে এখানে যুক্ত করা হচ্ছে। একটি প্রস্তাবনা দিতে আলাপ পাতায় বা মেট্রিক্সে জানান।
নবাগতদের কাজ
[সম্পাদনা]- প্রস্তাবনা: একাধিক নতুন ব্যবহারকারীর অবদান ও পাতা তৈরির তালিকা সহজে পাওয়ার জন্য কোনো টুলস, স্ক্রিপ্ট বা এক্সটেনশন তৈরি।
- প্রস্তাবক: দেলোয়ার আকরাম।
উদ্ধৃতি জাতীয় টেমপ্লেট
[সম্পাদনা]- প্রস্তাবনা: উদ্ধৃতি জাতীয় টেমপ্লেটগুলোর উন্নয়ন সাধন ও ত্রুটি দূরীকরণ।
- প্রস্তাবক: মেহেদী আবেদীন
নথিকরণ
[সম্পাদনা]বিভিন্ন স্ক্রিপ্টের নথি অনুবাদ করতে হতে পারে। এতদ্ব্যতীত নীতিমালা পাতাগুলিও অনুবাদ করা প্রয়োজন হতে পারে। এই ক্ষেত্রে সাধারণ অনুবাদ করতে পারেন এমন উইকিপিডিয়ানরাও হ্যাকাথনের এই অংশে যোগ দিতে পারেন।
নীতিমালা
[সম্পাদনা]হ্যাকাথনে ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার জন্য, সকল অংশগ্রহণকারীকে প্রযুক্তিগত স্থানের আচরণবিধি মেনে চলতে হবে। আমরা অংশগ্রহণকারীদের মধ্যে সম্মান ও সহযোগিতাকে প্রাধান্য দিই। এই নীতিমালা মেনে না চললে, এই অনুষ্ঠান থেকে বের হয়ে যেতে বলা হতে পারে। আসুন আমরা সকলের জন্য একটি স্বাগত জানানো ও নিরাপদ অভিজ্ঞতা তৈরিতে একসঙ্গে কাজ করি।
যোগাযোগ
[সম্পাদনা]- টেলিগ্রাম গ্রুপ: যুক্ত হোন!