কর্মশালা:ক্রিস্টল স্টাইগেনবার্গারের সাথে উইকিপিডিয়া কর্মশালা, চট্টগ্রাম, ২০১৭

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

যোগাযোগ


সমন্বয়কারী
মহীন রীয়াদ
মিনার মাহমুদ


ই-মেইল
moheenreeyad@wikimedia.org.bd


ফেসবুক ইভেন্ট পাতা
টুইটার হ্যাশট্যাগ: #WorkshopsWithSteigenberger

উইকিমিডিয়া বাংলাদেশ

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন লিঙ্কডইনে আমাদের অনুসরণ করুন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন

বাংলা উইকিপিডিয়া

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন

চট্টগ্রাম উইকিসম্প্রদায় কর্তৃক আয়োজিত
ক্রিস্টল স্টাইগেনবার্গারের সাথে উইকিপিডিয়া কর্মশালা


তারিখ ও সময়: ২৩ নভেম্বর ২০১৭, ১১:০০–১:০০ (বাংলাদেশ সময়)

স্থান: মিলনায়তন
ঠিকানা: ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, প্রবর্তক মোড়, চট্টগ্রাম • মানচিত্র

২০১৭ সালের ২৩ নভেম্বর, বৃহস্পতিবার, চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায় কর্তৃক আয়োজিত এবং ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগিতায় চট্টগ্রামের প্রবর্তক মোড়ে অবস্থিত ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে "ক্রিস্টল স্টাইগেনবার্গারের সাথে উইকিপিডিয়া কর্মশালা" অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের কমিউনিটি অ্যাডভোকেট (আন্তর্জাতিক) ক্রিস্টল স্টাইগেনবার্গার, উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী সদস্য মহীন রীয়াদ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০১৫ সালে স্টকস্টাডের বইমেলায় বিশেষ পুরস্কার প্রাপ্ত এবং ২০০৯ সালের ১১তম “আরসিয়ার পেগাসাসে” ১ম পুরস্কার প্রাপ্ত জার্মান কবি ও লেখক আর্মিন স্টাইগেনবার্গার। কর্মশালা সমন্বয় এবং সঞ্চালনা করেন উইকিমিডিয়ান মিনার মাহমুদ ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সালসাবিল আনজুম।

বিষয়বস্তু[সম্পাদনা]

কর্মশালায় উইকিমিডিয়া ফাউন্ডেশনের কমিউনিটি অ্যাডভোকেট (আন্তর্জাতিক) ক্রিস্টল স্টাইগেনবার্গার উইকিপিডিয়ার পাশাপাশি উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য শিক্ষামূলক এবং অলাভজনক কর্মকাণ্ড যেমন, উইকিসংকলন, উইকিঅভিধান, উইকিবই, উইকিবিশ্ববিদ্যালয়, উইকিমিডিয়া কমন্স-এর সাথে শিক্ষার্থীদের পরিচিত করান। উইকিপিডিয়া ব্যবহার, এর গ্রহণযোগ্যতা, এবং উইকিপিডিয়াকে আরো সমৃদ্ধ করার উদ্দেশ্যে অবদান রাখার জন্য ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন তিনি। তিনি বলেন:
একটি সঠিক তথ্য দিয়ে আপনি চাইলেই সবার কাজে লাগতে পারেন। তবে বস্তুনিষ্ঠ ও যুগোপযোগী তথ্যের জন্য চাই প্রচুর পড়াশোনা। তুমি যা জান তা নিজের মধ্যে না রেখে সবার ভিতর ছড়িয়ে দাও। এতে সবাই উপকৃত হবে।

এরপর, উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য মহীন রীয়াদ, উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার এবং এর বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ড সম্পর্কে আলোকপাত করেন। বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্যে ছাত্র-ছাত্রীদের ভূমিকা নিয়ে কথা বলার পাশাপাশি নিবন্ধ তৈরি এবং সম্পাদনার বিষয়ে কথা বলেন। এছাড়াও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামের প্রথম ‘উইকিক্লাব’ গঠনের প্রস্তাব রাখা হয়।

কর্মশালার পাশাপাশি কবিতা ও সাহিত্যপ্রেমী শিক্ষার্থীদের জন্য ইংরেজি বিভাগের সহায়তায় জার্মান কবি ও লেখক আর্মিন স্টাইগেনবার্গারকে নিয়ে আয়োজন করা হয় কাব্যসভা। সভায় স্টাইগেনবার্গার জার্মান কবিতার ঐতিহাসিক ও আধুনিক রুপ নিয়ে কথা বলার পাশাপাশি ঐতিহাসিক ও সমসায়িক বিভিন্ন জার্মান কবি ও তার নিজের কবিতা পাঠ করেন। উইকিপিডিয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন:
এদেশের সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, শিক্ষা ও জীবনযাত্রা সবই ঠাঁই পাচ্ছে সেখানে। এসব ক্ষেত্রের সর্বশেষ তথ্য দিয়ে বিশ্ববাসীর কাছে দেশকে নতুনভাবে পরিচিত করার দায়িত্ব আপনাদের।"

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, উইকিমিডিয়ার এমন উদ্যোগে বাংলাদেশের ছেলেমেয়েরা বিশ্ব দরবারে নিজের দেশকে আরও বেশি সুন্দরভাবে তুলে ধরতে পারবে। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধূরী, সহকারী অধ্যাপক মো. আকতারুজ্জামান, প্রভাষক প্রবাল দাশ গুপ্ত এবং সাবরিন সরোয়ার।

চিত্রশালা[সম্পাদনা]

এই কার্যক্রমের আরও ছবি পাওয়া যাবে উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে

সংবাদ[সম্পাদনা]