ফটোওয়াক:উইকিমিডিয়া ফটোওয়াক রাজশাহী সেপ্টেম্বর ২০২৪
অবয়ব
(উইকিমিডিয়া ফটোওয়াক রাজশাহী সেপ্টেম্বর ২০২৪ থেকে পুনর্নির্দেশিত)
যোগাযোগ
সমন্বয়কারী
মোস্তাফিজুর রহমান
মাসুম আল হাসান
ই-মেইল
টুইটার হ্যাশট্যাগ:
#WPRAJSHAHI #WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায় কর্তৃক আয়োজিত
উইকিমিডিয়া ফটোওয়াক রাজশাহী সেপ্টেম্বর ২০২৪
তারিখ ও সময়: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩০–২০:০০ (বাংলাদেশ সময়)
ঠিকানা: রাজশাহী, রাজশাহী
বাংলাদেশের চলমান পরিস্থিতিতে দেশজুড়ে শৈল্পিক ও নান্দনিক গ্রাফিতি আঁকা হয়েছে। ইতিহাস সংরক্ষণের অংশ হিসেবে রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায় এই গ্রাফিতি শিল্পের চিত্র ধারণের উদ্যোগ গ্রহন করেছে। "উইকিমিডিয়া ফটোওয়াক রাজশাহী, সেপ্টেম্বর-২০২৪" এ শুধুমাত্র রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
নিয়মাবলী
[সম্পাদনা]- ফটোওয়াক শুরু হবে ২৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বেলা ৩:৩০ মিনিটে এবং শেষ হবে রাত ৮টায়।
- গ্রাফিতির ছবি ছাড়াও যেকোনো স্থানের ছবি আপলোড দেওয়া যাবে।
- যত খুশি ছবি আপলোড দেওয়া যাবে। তবে ছবিটি যেন নিজের তোলা হয় এবং কপিরাইট নিজের নামেই থাকে।
- প্রতিটি ছবি আপলোড দেওয়ার সময় বিষয়শ্রেণী হিসেবে " Wikimedia Photowalk Rajshahi Sep 2024" বিষয়শ্রেণী যুক্ত করতে হবে।
অংশগ্রহণকারী
[সম্পাদনা]- মোস্তাফিজুর রহমান সাফি (mmrsafy • আলাপ)
- তাহমিদ (Tahmid • আলাপ)
- রকি (RockyMasum • আলাপ)
- মানিক দাশ (ManikDas1122 • আলাপ)
গ্যালারি
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।