বিষয়বস্তুতে চলুন

রেজোলিউশন/মাসুম আল হাসান-এর পদত্যাগপত্র গ্রহণ, মার্চ ২০২৫

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

নিচের রেজোলিউশনটি উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদ কর্তৃক ১৭ মার্চ ২০২৫ তারিখে পাস হয়েছে।
নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে জন পক্ষে ভোট প্রদান করেছেন ও কেউ বিপক্ষে ভোট প্রদান করেননি। কেউ ভোট প্রদানে বিরত ছিলেন না। জন সদস্য ভোট প্রদান করেননি।
এই ভোট গ্রহণের সময় জনের ভোট প্রদানের অধিকার খর্ব করা হয়েছে।


  • পক্ষে ভোট প্রদান করেছেন: আলী হায়দার খান, তানভির রহমান, অংকন ঘোষ দস্তিদার, আর কে হান্নান, দোলন প্রভা, মহীন রীয়াদ, ও শাবাব মুস্তাফা
  • ভোট প্রদান করেননি: তানবিন ইসলাম সিয়াম
  • ভোট প্রদানের অধিকার খর্ব করা হয়েছে: মাসুম-আল-হাসান

Whereas, the Executive Committee (“EC”) member Masum al Hasan (“The Member”) has submitted his resignation from his position as the Secretary of Wikimedia Bangladesh (“WMBD”);

Whereas, the President has formally accepted his resignation on 19 January 2025, in accordance with Article IX § 10 of the Articles of Association of WMBD;

Resolved: The resignation of The Member from the position of Secretary is hereby accepted, his appointment as Secretary is terminated effective 19 January 2025, and the EC extends its gratitude for his service and contributions.

The resolution is effective immediately when passed.

References