রেজোলিউশন/অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নিয়োগ, মার্চ ২০২৫
নিচের রেজোলিউশনটি উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদ কর্তৃক ১৯ মার্চ ২০২৫ তারিখে পাস হয়েছে।
নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে ৭ জন পক্ষে ভোট প্রদান করেছেন ও কেউ বিপক্ষে ভোট প্রদান করেননি। ভোট প্রদানে বিরত ছিলেন ১ জন ১ জন সদস্য ভোট প্রদান করেননি।
এই ভোট গ্রহণের সময় কারও ভোট প্রদানের অধিকার খর্ব করা হয়নি।
- পক্ষে ভোট প্রদান করেছেন: অংকন ঘোষ দস্তিদার, আর কে হান্নান, আলী হায়দার খান, তানভির রহমান, দোলন প্রভা, মহীন রীয়াদ, ও মাসুম-আল-হাসান
- ভোট প্রদানে বিরত ছিলেন: শাবাব মুস্তাফা
- ভোট প্রদান করেননি: তানবিন ইসলাম সিয়াম
Whereas, following discussions and consensus on the internal mailing list of the Executive Committee of Wikimedia Bangladesh Foundation (“Wikimedia Bangladesh”), the following Members of the Executive Committee are hereby appointed as the interim Secretary and Treasurer of Wikimedia Bangladesh for the remainder of the 2024-25 term:
- Tanvir Rahman (Secretary)
- Dolon Prova (Treasurer)
Resolved, that once this resolution is passed, the interim Secretary and Treasurer shall have the rights to exercise all necessary powers in accordance with the Article of Association of Wikimedia Bangladesh.
Resolved, that the terms of the newly appointed Secretary and Treasurer shall remain in effect until the conclusion of the current Executive Committee’s term, or until their resignation and/or termination of Executive Committee membership, whichever occurs first.