নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরনী/বার্ষিক সাধারণ সভা ২০২৪
নির্বাহী পরিষদের বৈঠক - রেজোলিউশন - আর্থিক প্রতিবেদন
বার্ষিক সাধারণ সভা ২০২৪’র কার্যবিবরণী - ১৮ জানুয়ারি ২০২৫
- স্থান: অনলাইন (জুম)
- নথি তৈরি করেছেন: মাসুম-আল-হাসান, সাধারণ সম্পাদক
২০২৫ সালের ১৮ জানুয়ারি উইকিমিডিয়া বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনলাইনে সন্ধ্যা ৭ ঘটিকায় শুরু হয়। সভায় উইকিমিডিয়া বাংলাদেশের ৩১ জন নিবন্ধিত সদস্য এতে যোগদান করেন।


মাসুম-আল-হাসান সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভার নিম্নোক্ত আলোচ্যসূচি উপস্থাপন করেন।
- স্বাগত বক্তব্য
- ২০২৪ সালে অনুষ্ঠিত কার্যক্রমসমূহের প্রতিবেদন উপস্থাপন
- ২০২৩–২০২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন
- নির্বাহী পরিষদের সদস্যদের নিষ্ক্রিয়তার পর্যালোচনা ও করণীয় সম্পর্কে আলোচনা
- উইকিমিডিয়া বাংলাদেশের ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনার সার-সংক্ষেপ
- সমাপ্তি
সাধারণ সম্পাদক মাসুম-আল-হাসান ২০২৪ সালের নিম্নোক্ত প্রতিবেদনটি উপস্থিত সদস্যদের সামনে উপস্থাপন করেন।
কার্যক্রমের প্রতিবেদন ২০২৪ - উইকিমিডিয়া বাংলাদেশ
[সম্পাদনা]বাংলা উইকিসম্মেলন
[সম্পাদনা]বাংলাভাষী উইকিমিডিয়ানদের নিয়ে বাংলা উইকিসম্প্রদায় আয়োজিত প্রথম বাংলা উইকিসম্মেলন ২০২৪ সালের ১৫ থেকে ১৬ নভেম্বর বাংলাদেশের গাজীপুরে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল “জ্ঞান, বৈচিত্র্য, সহযোগিতা।” সম্মেলনটি উইকিমিডিয়া বাংলাদেশ, উইকিমিডিয়া স্বেচ্ছাসেবক এবং বাংলাদেশের আঞ্চলিক সম্প্রদায়গুলোর সহযোগিতায় আয়োজিত হয়, যেখানে বাংলা উইকিমিডিয়া প্রকল্পসমূহের স্বেচ্ছাসেবীরা অংশ নেয়। সম্মেলনে ৫৬ জন অংশগ্রহণকারী সরাসরি উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা
[সম্পাদনা]- অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪
০১ ফেব্রুয়ারি - ২৯ ফেব্রুয়ারি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার মাধ্যমে ৪৬০ টি নতুন নিবন্ধ তৈরি করা হয় এবং ৪৫৪ জন ব্যবহারকারী অংশ নেয়, এতে ৭০ জন ব্যবহারকারীর ৩৩০ টি নিবন্ধ পর্যালোচনা শেষে গৃহীত হয়, গৃহীত নিবন্ধের মোট শব্দ সংখ্যা ছিল ৬,২৭,৬২৪ টি।
- উইকিভ্রমণ
- নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪
উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ১ অক্টোবর — ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় উইকিভ্রমণের নীতিমালা ও রচনাশৈলী অনুসারে মৌলিক নিবন্ধ এবং অনুবাদের মাধ্যমে ইংরেজি উইকিভ্রমণ থেকে নতুন নিবন্ধ তৈরি করা হয়। এতে ৩৫৫ জন ব্যবহারকারী অংশ নেয় এবং পর্যালোচনার জন্য ১ হাজার নিবন্ধ জমা পড়ে। পর্যালোচনা শেষে মোট গৃহীত নিবন্ধগুলোর সর্বমোট শব্দ সংখ্যা ছিল প্রায় ৪ কোটি।
ভালো নিবন্ধ পর্যালোচনা
[সম্পাদনা]২০২৪ সালে প্রথমবারের মত ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযান অনুষ্ঠিত হয়। এতে ৬০ টি নিবন্ধ পর্যালোচনা করা হয় এবং ৪৬ টি নিবন্ধ ভালো নিবন্ধ হিসেবে উন্নীত হয়।
আলোকচিত্র প্রতিযোগিতা
[সম্পাদনা]বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য বাংলা উইকিমৈত্রীর উদ্যোগে প্রথমবারের মত আলোকচিত্র প্রতিযোগিতা ‘বাংলার প্রেমে উইকি‘ ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত মাসব্যাপী অনুষ্ঠিত হয়। প্রথম সংস্করণের বিষয় ছিল বাংলার খাবার, যার লক্ষ্য ছিল সারা বিশ্বে প্রাপ্ত বাংলা খাবারের ছবির গুণমান এবং পরিমাণের উন্নতি সাধনের মাধ্যমে বাঙালি রন্ধনশৈলীর বৈচিত্র্য তুলে ধরা। প্রতিযোগিতায় ২১২ জন অংশগ্রহণকারী ব্যক্তি মোট দুই হাজার ১১৮টি ছবি জমা দিয়েছিলেন। বিচারকরা তিনটি ধাপে পর্যালোচনা করে সেরা ১০টি আলোকচিত্র নির্বাচন করেন।
এডিটাথন
[সম্পাদনা]- অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪
অসমীয়া উইকিপিডিয়া ও বাংলা উইকিপিডিয়া যৌথ উদ্যোগে ২০২৪ সালের ৪-১০ জানুয়ারি ৭ দিনব্যাপী অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪ নিবন্ধ সম্পাদনার আয়োজন করা হয়। এতে ২৪ জন ব্যবহারকারী অংশ নেয় এবং ৯৪ টি তৈরি করা হয়।
- জাতীয় সংসদ নির্বাচন এডিটাথন, ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়াতে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নিবন্ধ তৈরি ও মানোন্নয়ন করার উদ্দেশ্যে এই এডিটাথনের আয়োজন করা হয়। ৭ দিনব্যাপী এই আয়োজনে ২০ জন অংশগ্রহণকারী ৩৪ টি নিবন্ধ তৈরি করে।
- আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় ৮-১২ মার্চ ৫ দিনব্যাপী অনলাইন সম্পাদনার আয়োজন করা হয়। এতে ২৫ জন ব্যবহারকারী ৩২ টি নতুন নিবন্ধ তৈরি করেন ও ৮টি নিবন্ধের মানোন্নয়ন করেন।
- আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৪
২০২৪ সালের আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় ৩ দিনব্যাপী একটি অনলাইন সম্পাদনাসভা আয়োজন করা হয়। এতে ১০ জন ব্যবহারকারী ২৪টি নিবন্ধ তৈরি করেন এবং যোগকৃত মোট শব্দ সংখ্যা ছিল ৯,৭৫৭ টি।
ফটোওয়াক
[সম্পাদনা]- বাংলা উইকিমৈত্রী ফটোওয়াক
এপ্রিলে বাংলা উইকিমৈত্রীর উদ্দগ্যে ঢাকার সোনারগাঁওতে একটি ফটোওয়াক অনুষ্ঠিত হয়। ফটোওয়াক থেকে প্রাপ্ত প্রায় ৪০০ ছবি জমা কমন্সে আপলোড করা হয়।
- জুলাই বিপ্লবের গ্রাফিতির চিত্র ধারণ
সেপ্টেম্বরে ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ শহরে জুলাই বিপ্লবের গ্রাফিতির চিত্র ধারণ করার জন্য ফটোওয়াক অনুষ্ঠিত হয়। এতে সব মিলিয়ে প্রায় ৭০০ ছবি জমা পড়ে।
- ফটোওয়াক জামালপুর
অক্টোবরে জামালপুরের বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়গুলি ছবি তুলতে একটি ফটোওয়াক অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ টি ছবি জমা পড়ে।
- প্রশিকা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে গ্রামীণ অন্বেষণ
মার্চে মানিকগঞ্জে অবস্থিত প্রশিকা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে একটি ফটোওয়াক অনুষ্ঠিত হয়, এতে ৫ জন উইকিমিডিয়ান অংশ নেয়।
কর্মশালা
[সম্পাদনা]২০২৪ সালের ডিসেম্বরে রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের উদ্যোগে উইকিসংকলন কর্মশালা ও এডিটাথন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৫ জন অংশ নেয়।
উইকিসমাবেশ
[সম্পাদনা]অমর একুশে উইকিসমাবেশ দেশের ৫টি স্থানে অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, নেত্রকোনা ও চাঁদপুরে আয়োজিত এই সমাবেশগুলোতে উইকিপিডিয়ানরা ব্যানার হাতে নিয়ে একত্রিত হয়ে বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধি ও বিকাশের জন্য জনসচেতনতা তৈরি করেন।
উইকিআড্ডা
[সম্পাদনা]২০২৪ সালে মোট ১০ টি আড্ডা অনুষ্ঠিত হয়। যার মধ্যে ৮টি অনলাইনে এবং ২টি অফলাইনে আয়োজিত হয়।
বাংলা উইকিপিডিয়ার জন্মবার্ষিকী উদযাপন
[সম্পাদনা]বাংলা উইকিপিডিয়ার ২০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা, রাজশাহী, নেত্রকোনা ও গাজীপুরে কেকে কেটে কাটা হয়। এছাড়া বাংলা উইকিসম্মেলনের কেক কেটে উইকিপিডিয়ানরা বাংলা উইকিপিডিয়ার জন্মবার্ষিকী উদযাপন করে।
সংগঠনের আর্থিক বিবরণী: ২০২৩-২৪
[সম্পাদনা][এই অংশ সংগঠন হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের আর্থিক বিবরণী রয়েছে। ব্যক্তিগত ভাবে প্রাপ্ত উইকিমিডিয়া প্রকল্প গ্র্যান্ট ও অন্য সংস্থা কর্তৃক স্পনসর করা অনুদানের বিবরণ এখানে যুক্ত হয়নি]
ক্রমিক | বিবরণসমূহ | প্রাপ্তি (টাকা) | পূর্বের উদ্বৃত্ত | প্রদত্ত খরচ (টাকা) | উদ্বৃত্ত (টাকা) | টাকা প্রাপ্তির রশিদ আছে (হ্যাঁ/না) |
---|---|---|---|---|---|---|
১ | প্রারম্ভিক উদ্বৃত্ত | ৫৭,৯৯৪ | ৫৭,৯৯৪ | |||
২ | সদস্য ফি | ২২,১০০ | ৫৭,৯৯৪ | ০ | ৮০,০৯৪ | হ্যাঁ |
৩ | ব্যাংক ফি | ২২,১০০ | ৫৭,৯৯৪ | ৬৯০ | ৭৯,৪০৪ | হ্যাঁ |
৪ | মোট | ২২,১১০ | ৫৭,৯৯৪ | ০ | ৭৯,৪০৪ |
আর্থিক প্রতিবেদনটি পেশ করার পর সভার সদস্যগণের কাছে কোন প্রশ্ন আছে কিনা সে ব্যাপারে জানতে চাইলে উপস্থিত সদস্যগণ কোন প্রশ্ন নেই বলে জানান এবং প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান। উপস্থিত সদস্যগণ হ্যাঁ সূচক সম্মতি জ্ঞাপন করে বিবরণীটি অনুমোদন করেন।
বিবিধ আলোচনা
[সম্পাদনা]- নির্বাহী পরিষদের সদস্যদের নিষ্ক্রিয়তার পর্যালোচনা ও করণীয় সম্পর্কে আলোচনায় বিভিন্ন জন বিভিন্ন মতামত প্রদান করেন। বিভিন্ন মতামতের মধ্যে ছিল, নিষ্ক্রিয়দের তালিকা পাবলিকলি প্রকাশ করা, বার্ষিক সাধারণ সভায় নিষ্ক্রিয়দের নাম রিপোর্ট করা, ন্যায়পাল নিয়োগ, ২ টির বেশি ইসির মিটিং-এ অনুপস্থিত থাকলে ইসির সদস্য পদ বাতিল করা ইত্যাদি। আলোচনা বেশি দীর্ঘ হয়ে যাওয়ায় এবং সভার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় এই আলোচনা অমীমাংসিতভাবে শেষ হয়। তবে সবাই একমত হোন যে নিষ্ক্রিয়তা কি সেটা আগে নির্ধারণ করা দরকার। সভাপতি জানান সিধান্ত আজই নিতে হবে তা না, তবে আজ আলোচনা অন্তত শুরু হল। ভবিষ্যতে আবার এটি নিয়ে আলোচনা করে সিধান্ত নেয়া যাবে।
- সাজিদ রেজা করিম ক্যাম্পাস এম্বাসেডর কবে থেকে নিয়োগ দেয়া হবে তা জানতে চান। সাধারণ সম্পাদক জানান এটির রেজোলিউশন পাশ হয়ে গিয়েছে, দ্রুতই নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু হবে।
সমাপনী বক্তব্য
[সম্পাদনা]সভার সভাপতি শাবাব মুস্তাফা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে রাত ৯টায় সভার সমাপ্তি ঘোষণা করেন।