বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরণী/সেপ্টেম্বর, ২০২৫

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে


নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - ০৬ সেপ্টেম্বর, ২০২৫

  • স্থান: অনলাইন (জুম)
  • উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: শাবাব মুস্তাফা (সভাপতি), তানভির রহমান (সাধারণ সম্পাদক), দোলন প্রভা (কোষাধ্যক্ষ), আলী হায়দার খান তন্ময়, মহীন রীয়াদ, আর কে হান্নান, ও মাসুম-আল-হাসান রকি
  • নথি তৈরি করেছেন: মাসুম-আল-হাসান রকি

শাবাব মুস্তাফার সভাপতিত্বে সভা শুরু হয় সন্ধ্যা সাড়ে আটটায়। এর পূর্বে তানভির রহমান নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে।

সভার আলোচ্যসূচি

[সম্পাদনা]
  1. সাম্প্রতিক কার্যক্রমের আপডেট
  2. মাইক্রো গ্র্যান্ট
  3. শিক্ষা কার্যক্রম
  4. উইকি সংকলন ও রিলাইসেন্সিং

সাম্প্রতিক কার্যক্রম

[সম্পাদনা]

রকি সাম্প্রতিক কিছু কার্যক্রমের আপডেট দেন। বিশেষ করে তিনি গ্ল্যাম প্রকল্পের আপডেট জানাতে গিয়ে বলেন বর্তমানে রাজশাহীতে চলমান গ্ল্যাম দ্রুতই শেষ হয়ে যাবে। বর্তমানে রাজশাহী ও বগুড়ায় আরও দুটি গ্রন্থাগারে গ্ল্যাম প্রকল্প শুরু করার অনুমতি পাওয়া গিয়েছে, দ্রুতই শুরু হবে। এসব গ্ল্যাম প্রকল্প পরিচালনার জন্য নতুন একটি স্ক্যানার ও ল্যাপটপ ক্রয় করা হয়েছে।

এনজিওএবির অনুমোদন প্রসঙ্গে তিনি জানান সম্প্রতি একজন বিশেষজ্ঞের সাথে তিনি ও সভাপতি এ নিয়ে বিস্তারিত আলাপ করেছেন। আলাপের সারমর্ম হল আমরা এখনো এনজিওএবির অনুমোদন নেয়ার অবস্থায় পৌঁছাইনি, এ প্রক্রিয়ার মধ্যে প্রবেশের জন্য আমাদের আরও প্রস্তুতি দরকার। আপাতত আগামী অন্তত ২ বছর আমরা যেভাবে চলছি সেভাবেই চলতে পারি, তারপর বিষয়টি আবার পর্যালোচনা করা যেতে পারে।

মাইক্রো গ্র্যান্ট

[সম্পাদনা]

রকি প্রস্তাব করেন সম্প্রদায়ের কার্যক্রম এগিয়ে নিতে আমরা মাইক্রো গ্র্যান্টের মত কিছু দিতে পারি কিনা। যার মাধ্যমে কেউ ছোট কোন প্রকল্পের পরিকল্পনা করলে তা বাস্তবায়ন করতে পারে। সভাপতি এতে সম্মতি জ্ঞাপন করেন এবং ‘মাইক্রো প্রজেক্ট ফান্ড’ এই ধরণের নাম দেয়ার পরামর্শ দেন।

শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

মহীন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উইকিমিডিয়া আন্দোলনকে ছড়িয়ে দেয়ার জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজনের প্রস্তাব করেন, যেটার সিলেবাস হিসেবে থাকবে উইকিপিডিয়ার নির্বাচিত কিছু নিবন্ধ। তিনি আরও জানান এই ধারণা প্রথম তন্ময় তাকে দিয়েছে, তিনি এটা নিয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরির কাজ করছেন। তিনি আরও যোগ করেন, কোভিড মহামারীর পর বৈশ্বিকভাবে উইকিপিডিয়ার পাঠকের সংখ্যা অবনমনের দিকে আছে, এই প্রকল্পের উদ্দেশ্য হবে উইকিপিডিয়ার পাঠক বাড়ানো। এছাড়া উইকিপিডিয়াসহ অন্যান্য প্রকল্পে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও এটির আরও একটি প্রধান উদ্দেশ্য।

শাবাব, হান্নান, রকি ও তানভির এমন উদ্যোগ উইকিমিডিয়া শিক্ষা কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে বেশ ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে সহমত প্রকাশ করেন। যদিও দোলন এর সাফল্য নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেন। শাবাবের মতে শুধু শিক্ষার্থীদের প্রতি ফোকাস না করে আমাদের শিক্ষকদের নিয়েও বিশেষভাবে ভাবা উচিত, যাতে তারা ভালোভাবে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে পারেন।

উইকিসংকলন ও রিলাইসেন্সিং

[সম্পাদনা]

দোলন উইকিসংকলনের জন্য কি ধরণের বই রিলাইসেন্সিংয়ে নজর দেয়া উচিত সে বিষয়ে জানতে চান। শাবাব বলেন, আমাদের অকাল্পনিক বিষয়াবলীতে নজর দেয়া উচিত, আরও সহজভাবে বললে যে বইগুল আমরা রেফারেন্স হিসেবে যোগ করতে পারবো।

রাত সাড়ে ১১ টা ৪৫ মিনিটে সভার সভাপতি সবাইকে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্ত করেন।