ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়/দায়িত্ব
অবয়ব
প্রধান পাতা
|
দায়িত্ব
|
স্বেচ্ছাসেবক
|
কার্যক্রম
|
চিত্রশালা
|
সম্প্রদায়ের আলোচনা অনুসারে নিম্নের ব্যক্তিবর্গ ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের দায়িত্বে রয়েছেন। ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের সাথে যুক্ত হতে চাইলে বা সম্প্রদায়ের বিভিন্ন সাহায্য-সহযোগিতায় তাদের সাথে যোগাযোগ করতে পারেন।
মুহাম্মদ ইয়াহিয়া | প্রধান সমন্বয়ক |
মুহাম্মদ ইয়াহিয়া একজন উইকিমিডিয়া স্টুয়ার্ড, বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও ওভারসাইটার, পাশাপাশি উইকিউপাত্ত ও উইকিভ্রমণেরও প্রশাসক। তিনি ২০১৭ সাল থেকে উইকিপিডিয়ায় নিয়মিতভাবে অবদান রেখে চলেছেন। অনলাইন ও অফলাইনে মিটআপ, কর্মশালা ও প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি তিনি সম্মেলন, ফটোওয়াকসহ বিভিন্ন সম্প্রদায়ভিত্তিক কার্যক্রমেও সক্রিয়ভাবে জড়িত। ই-মেইল: yahya@bnwp.org |
![]() |
শাকিল হোসেন | সহ-সমন্বয়ক |
শাকিল হোসেন একজন উইকিমিডিয়া স্টুয়ার্ড ও ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের সহ-সমন্বয়ক। শাকিল ২০১৯ সাল থেকে উইকিমিডিয়া প্রকল্পে সক্রিয়, তিনি মূলত বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখেন, যেখানে তিনি একজন প্রশাসক ও গোপনকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও, তিনি বাংলা উইকিবইয়েরও একজন প্রশাসক। ই-মেইল: shakil@bnwp.org |
![]() |
জাহিন ওয়াদুদ | সহ-সমন্বয়ক |
ই-মেইল: |
![]() |
দেলোয়ার আকরাম | সহ-সমন্বয়ক |
দেলোয়ার আকরাম বাংলাদেশের একজন নিবেদিতপ্রাণ উইকিমিডিয়ান। উইকিমিডিয়া প্রকল্পভিত্তিক অনলাইন ও অফলাইন কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি বাংলা উইকিসম্মেলনের আয়োজক দলের সদস্য ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন এডিটাথন প্রতিযোগিতায় বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ই-মেইল: deloar.akram@gmail.com |
![]() |