বিষয়বস্তুতে চলুন

ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়/দায়িত্ব

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

প্রধান পাতা
নীড় পাতা

দায়িত্ব
যোগাযোগের ব্যক্তি

স্বেচ্ছাসেবক
সম্প্রদায়ের অবদানকারী

কার্যক্রম
অনুষ্ঠানসমূহ

চিত্রশালা
কার্যক্রমের ছবি

সম্প্রদায়ের আলোচনা অনুসারে নিম্নের ব্যক্তিবর্গ ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের দায়িত্বে রয়েছেন। ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের সাথে যুক্ত হতে চাইলে বা সম্প্রদায়ের বিভিন্ন সাহায্য-সহযোগিতায় তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

মুহাম্মদ ইয়াহিয়া প্রধান সমন্বয়ক
মুহাম্মদ ইয়াহিয়া একজন উইকিমিডিয়া স্টুয়ার্ড, বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও ওভারসাইটার, পাশাপাশি উইকিউপাত্ত ও উইকিভ্রমণেরও প্রশাসক। তিনি ২০১৭ সাল থেকে উইকিপিডিয়ায় নিয়মিতভাবে অবদান রেখে চলেছেন। অনলাইন ও অফলাইনে মিটআপ, কর্মশালা ও প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি তিনি সম্মেলন, ফটোওয়াকসহ বিভিন্ন সম্প্রদায়ভিত্তিক কার্যক্রমেও সক্রিয়ভাবে জড়িত।

ই-মেইল: yahya@bnwp.org
মুহাম্মদ ইয়াহিয়া
শাকিল হোসেন সহ-সমন্বয়ক
শাকিল হোসেন একজন উইকিমিডিয়া স্টুয়ার্ড ও ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের সহ-সমন্বয়ক। শাকিল ২০১৯ সাল থেকে উইকিমিডিয়া প্রকল্পে সক্রিয়, তিনি মূলত বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখেন, যেখানে তিনি একজন প্রশাসক ও গোপনকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও, তিনি বাংলা উইকিবইয়েরও একজন প্রশাসক।

ই-মেইল: shakil@bnwp.org
শাকিল হোসেন
জাহিন ওয়াদুদ সহ-সমন্বয়ক


ই-মেইল:
জাহিন ওয়াদুদ
দেলোয়ার আকরাম সহ-সমন্বয়ক
দেলোয়ার আকরাম বাংলাদেশের একজন নিবেদিতপ্রাণ উইকিমিডিয়ান। উইকিমিডিয়া প্রকল্পভিত্তিক অনলাইন ও অফলাইন কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি বাংলা উইকিসম্মেলনের আয়োজক দলের সদস্য ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন এডিটাথন প্রতিযোগিতায় বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ই-মেইল: deloar.akram@gmail.com
দেলোয়ার আকরাম