কার্যক্রম:সিলেট উইকিমিডিয়া মিটআপ, এপ্রিল ২০২৫
অবয়ব
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত
তারিখ: ০৯ এপ্রিল ২০২৫
সময়: ১৭:০০–১৮:০০ বিএসটি
স্থান: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারসিলেট
সিলেট উইকিমিডিয়া সম্প্রদায়, এপ্রিল ২০২৫
— অফলাইনে আয়োজিত একটি মিটআপ —
তারিখ: ০৯ এপ্রিল ২০২৫
সময়: ১৭:০০–১৮:০০ বিএসটি
স্থান: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারসিলেট
উইকিমিডিয়া বাংলাদেশের ‘সিলেট উইকিমিডিয়া সম্প্রদায়’ কর্তৃক আয়োজিত উইকিপিডিয়ানদের এই মিটআপটি সকলের জন্য উন্মুক্ত। আপনিও আমন্ত্রিত।
বিষয়বস্তু
[সম্পাদনা]- নববর্ষ উদযাপন উপলক্ষে কুশল বিনিময়
- সিলেটের উইকিপিডিয়ান এবং আগত অথিতিদের সাথে উইকিপিডিয়া নিয়ে আড্ডা ও সাধারণ আলোচনা।
- নবগঠিত সিলেটি উইকিপিডিয়া ও উইকি প্রকল্প সিলেট নিয়ে আলোচনা।
অংশগ্রহণকারী
[সম্পাদনা]- আবু সাঈদ (AbuSayeed • আলাপ) ০০:৫১, ৬ এপ্রিল ২০২৫ (বিএসটি)
- Ashiq Shawon (Ashiq Shawon • আলাপ) ০৯:০৯, ৬ এপ্রিল ২০২৫ (বিএসটি)
- হৃদয় (Hridoy • আলাপ)
- Jawata Afnan Roza (Jawata Afnan Roza • আলাপ)
কার্যবিবরণী
[সম্পাদনা]০৯ এপ্রিল ২০২৫ তারিখে আয়োজিত মিটআপে প্রথম ঘণ্টায় ৪ জন উইকিমিডিয়ান অংশ নেন। পরবর্তীতে ভোজন পর্বের সময় আরো একজন উইকিমিডিয়ান এসে মিটআপে অংশ নেন। উক্ত মিটআপে বাংলা এবং সিলেটি উইকিপিডিয়ার সমৃদ্ধি ও উইকিমিডিয়া বাংলাদেশের অফলাইন কার্যক্রমকে কিভাবে আরো জোড়ালো করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।
সিলেট উইকিমিডিয়া সম্প্রদায়ের উন্নয়নকল্পে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন অবদানকারী তৈরি করতে কর্মশালার আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়।
চিত্রশালা
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।