বিষয়বস্তুতে চলুন

কার্যক্রম:সিলেট উইকিমিডিয়া মিটআপ, এপ্রিল ২০২৫

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত

সিলেট উইকিমিডিয়া সম্প্রদায়, এপ্রিল ২০২৫

— অফলাইনে আয়োজিত একটি মিটআপ —


তারিখ: ০৯ এপ্রিল ২০২৫
সময়: ১৭:০০–১৮:০০ বিএসটি
স্থান: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারসিলেট
যোগাযোগ
  • আশিক শাওন
  • আবু সাঈদ

হ্যাশট্যাগ
#WMBD #WikimediaBD

উইকিমিডিয়া বাংলাদেশ

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন লিঙ্কডইনে আমাদের অনুসরণ করুন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন

বাংলা উইকিপিডিয়া

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন

উইকিমিডিয়া বাংলাদেশের ‘সিলেট উইকিমিডিয়া সম্প্রদায়’ কর্তৃক আয়োজিত উইকিপিডিয়ানদের এই মিটআপটি সকলের জন্য উন্মুক্ত। আপনিও আমন্ত্রিত।

বিষয়বস্তু

[সম্পাদনা]
  • নববর্ষ উদযাপন উপলক্ষে কুশল বিনিময়
  • সিলেটের উইকিপিডিয়ান এবং আগত অথিতিদের সাথে উইকিপিডিয়া নিয়ে আড্ডা ও সাধারণ আলোচনা।
  • নবগঠিত সিলেটি উইকিপিডিয়া ও উইকি প্রকল্প সিলেট নিয়ে আলোচনা।

অংশগ্রহণকারী

[সম্পাদনা]
  1. আবু সাঈদ (AbuSayeedআলাপ) ০০:৫১, ৬ এপ্রিল ২০২৫ (বিএসটি)
  2. Ashiq Shawon (Ashiq Shawonআলাপ) ০৯:০৯, ৬ এপ্রিল ২০২৫ (বিএসটি)
  3. হৃদয় (Hridoyআলাপ)
  4. Jawata Afnan Roza (Jawata Afnan Rozaআলাপ)

কার্যবিবরণী

[সম্পাদনা]

০৯ এপ্রিল ২০২৫ তারিখে আয়োজিত মিটআপে প্রথম ঘণ্টায় ৪ জন উইকিমিডিয়ান অংশ নেন। পরবর্তীতে ভোজন পর্বের সময় আরো একজন উইকিমিডিয়ান এসে মিটআপে অংশ নেন। উক্ত মিটআপে বাংলা এবং সিলেটি উইকিপিডিয়ার সমৃদ্ধি ও উইকিমিডিয়া বাংলাদেশের অফলাইন কার্যক্রমকে কিভাবে আরো জোড়ালো করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।

সিলেট উইকিমিডিয়া সম্প্রদায়ের উন্নয়নকল্পে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন অবদানকারী তৈরি করতে কর্মশালার আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়।

চিত্রশালা

[সম্পাদনা]

এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে