কার্যক্রম:বাংলা উইকিপিডিয়া কর্মশালা-১, চাঁদপুর, অক্টোবর ২০২৫
বাংলা উইকিপিডিয়া কর্মশালা, চাঁদপুর, অক্টোবর ২০২৫
— অফলাইনে আয়োজিত একটি কর্মশালা —
তারিখ: ১১ অক্টোবর ২০২৫
সময়: ০৯:৩০–০১:০
স্থান: আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ ছাত্রী ক্যাম্পাস,চাঁদপুর• আমিন একাডেমী ছাত্রী শাখা&z=&ll= মানচিত্র
-
দেলোয়ার হোসাইন
ই-মেইল: hello
delwarhossain.net
মোবাইল: ০১৮১২৯৩৮৫২৩ -
আল আমিন
ই-মেইল: info
aicomputeracademy.com
মোবাইল: ০১৯১৭৪৪৩১৬১
ফেসবুক ইভেন্ট পাতা
হ্যাশট্যাগ
#WMBD #WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
উইকিপিডিয়া বিশ্বের সর্ববৃহৎ মুক্ত বিশ্বকোষ, যেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রে কাজ করে গড়ে তুলছে এক বিশাল জ্ঞানভাণ্ডার। এরই অংশ হিসেবে বাংলা উইকিপিডিয়া বাংলাভাষীদের জন্য একটি মুক্ত ও উন্মুক্ত জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে তথ্য জানার পাশাপাশি সবাই স্বেচ্ছায় অবদান রাখতে পারেন।
শুধুমাত্র একটি অ্যাকাউন্ট তৈরি করেই, বা অ্যাকাউন্ট ছাড়া, যে কেউ এই বিশাল মুক্ত জ্ঞানভাণ্ডারে অবদান রাখতে পারেন।
তবে উইকিপিডিয়ায় অবদান রাখার প্রক্রিয়া সহজ হলেও এর পেছনের নীতিমালা, সম্পাদনার নিয়ম, এবং নিরপেক্ষতা রক্ষা করার কৌশল জানা জরুরি। এই লক্ষ্যেই বিভিন্ন স্থানে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়, যাতে নতুন ও আগ্রহী ব্যবহারকারীরা হাতে-কলমে উইকিপিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
কর্মশালার বিবরণ
[সম্পাদনা]গত ১১ অক্টোবর ২০২৫ তারিখে চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বাংলা উইকিপিডিয়া অফলাইন কর্মশালা। এই কর্মশালায় অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী ও প্রযুক্তি-আগ্রহী তরুণেরা। এর উদ্দেশ্য ছিল বাংলা উইকিপিডিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা, সম্পাদনার হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া এবং মুক্ত জ্ঞানের চর্চা উৎসাহিত করা।

আলোচ্য বিষয়সমূহ
[সম্পাদনা]কর্মশালায় নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল-
- উইকিপিডিয়া কীভাবে কাজ করে
- উইকিপিডিয়া সম্পর্কে সামগ্রিক ধারণা
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মডেলগুলোর প্রশিক্ষণে উইকিপিডিয়ার ভূমিকা
- কীভাবে নিবন্ধ সম্পাদনা বা তৈরি করতে হয়
- উইকিতে লিখতে যে নীতিমালা ও নীতিগুলো অনুসরণ করতে হয়
- সক্রিয় উইকিপিডিয়ান হিসেবে অবদান রাখার উপায়
- মুক্ত লাইসেন্স ও কপিরাইট সম্পর্কিত ধারণা
- সম্পাদনায় উদ্ভূত সাধারণ সমস্যার সমাধান
- কমন্সে ছবি আপলোড দেয়ার পদ্ধতি ও নীতিমালা
- উইকিপিডিয়ায় ছবির ব্যবহার
- প্রশ্নোত্তর ও অভিজ্ঞতা বিনিময় পর্ব
কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে উইকিপিডিয়ায় নিবন্ধ সম্পাদনার অভিজ্ঞতা অর্জন করেন এবং ভবিষ্যতে বাংলা উইকিপিডিয়ায় নিয়মিতভাবে অবদান রাখার আগ্রহ প্রকাশ করেন।
অংশগ্রহণকারী
[সম্পাদনা]অংশ্রগহণকারীরা গুগলের এই লিংকের মাধ্যমে আবেদন করে নিবন্ধন করেছিলেন বিনামূল্যে আয়োজিত এই কর্মশালায় নিবন্ধন করেছেন মোট ১৩০ জন। কর্মশালায় অংশ নিয়েছেন প্রায় ৩৪ জন। যার মধ্যে ছিলো স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ চাকরিজীবীরা।
প্রশিক্ষণ ও সমন্বয়
[সম্পাদনা]কর্মশালায় উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন
| হেডার টেক্সট | হেডার টেক্সট |
|---|---|
| নাহিদ সুলতান | সদস্য, ট্রাস্ট এন্ড সেফটি টিম,দ উইকিমিডিয়া ফাউন্ডেশন |
| মুহাম্মদ ইয়াহিয়া | উইকিমিডিয়া স্টুয়ার্ড ও প্রশাসক, বাংলা উইকিপিডিয়া |
| শাকিল হোসেন | উইকিমিডিয়া স্টুয়ার্ড ও প্রশাসক, বাংলা উইকিপিডিয়া |
| দেলোয়ার হোসেন | চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায় |
চিত্রশালা
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।