বিষয়বস্তুতে চলুন

কার্যক্রম:ঢাকা উইকিমিডিয়া মিটআপ, অক্টোবর ২০২৫

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায় আয়োজিত

ঢাকা উইকিমিডিয়া মিটআপ, অক্টোবর ২০২৫

— অফলাইনে আয়োজিত একটি মিটআপ —


তারিখ: ৪ অক্টোবর ২০২৫
সময়: ১৬:০০–১৮:০০ বিএসটি
স্থান: উইকিমিডিয়া বাংলাদেশ কার্যালয়
ঠিকানা: স্পেস নং: ১৭৯ (৮ম তলা, লিফটের ৭), মুক্ত-বাংলা শপিং কমপ্লেক্স, মিরপুর-১, ঢাকা, ঢাকা
যোগাযোগ
  • মুহাম্মদ ইয়াহিয়া
    ই-মেইল: yahya@bnwp.org
  • সৈয়দ মুহাম্মদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ
    ই-মেইল: ishtiakmahfuzabdullah18072006@gmail.com

হ্যাশট্যাগ
#WMBD #WikimediaBD

উইকিমিডিয়া বাংলাদেশ

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন লিঙ্কডইনে আমাদের অনুসরণ করুন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন

বাংলা উইকিপিডিয়া

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন

ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায় আয়োজিত উইকিমিডিয়ানদের মাসিক সভা। এই মিটআপ ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের সদস্যদের জন্য উন্মুক্ত, আপনিও আমন্ত্রিত। এখানে বাংলা উইকিপিডিয়া ও অন্যান্য সহযোগী প্রকল্পকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা নিয়ে আলোচনা হবে।

কার্যবিবরণী

[সম্পাদনা]
  1. উইকিপিডিয়ানদের মধ্যে কুশলাদি বিনিময়।
  2. সম্প্রদায়ের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা।
  3. সম্প্রদায়ের কর্ম-পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ।
  4. পরবর্তী মিটআপ/আড্ডা/কর্মশালা নিয়ে আলোচনা, পরিকল্পনা ও কর্ম নির্ধারণ।
  5. বিবিধ

অংশগ্রহণকারী

[সম্পাদনা]
  1. মুহাম্মদ ইয়াহিয়া (Yahyaআলাপ)
  2. সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ (Ishtiak Abdullahআলাপ)
  3. শাকিল (MdsShakilআলাপ)
  4. গালিব হাসান (Galib Tufanআলাপ)
  5. তাওসীফ হাসান (Tausheef Hassanআলাপ)
  6. মো. সাদমান ছাকিব (MS Sakibআলাপ)
  7. আরাফাতুল ইসলাম আকন রবি (Arafatul Islam Akan Robiআলাপ)
  8. হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullahআলাপ)
  9. সামিহা রহমান (SamihaRahmanআলাপ)
  10. সাজিদ রেজা করিম (Sajid Reza Karimআলাপ)

এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে