উইকিমিডিয়া প্রশিক্ষণ কর্মশালা ২০২৫, কুষ্টিয়া
উইকিমিডিয়া প্রশিক্ষণ কর্মশালা ২০২৫
উইকিপিডিয়া, উইকিসংকলন এবং উইকিমিডিয়া কমন্সে যুক্ত হওয়া ও অবদান রাখার প্রক্রিয়া
আয়োজক
উইকিমিডিয়া বাংলাদেশ | অশ্রু আর্কাইভ
২০–২১ নভেম্বর ২০২৫
কুষ্টিয়া, বাংলাদেশ
দুই দিনব্যাপী এই উইকিমিডিয়া প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য অংশগ্রহণকারীদের মুক্ত জ্ঞান আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করা এবং উইকিমিডিয়া প্রকল্পসমূহ সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান। কর্মশালায় অংশগ্রহণকারীরা উইকিপিডিয়া, উইকিসংকলন এবং উইকিমিডিয়া কমন্সে কার্যকরভাবে অবদান রাখার বিষয়ে সম্মুখ ধারণা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি তারা অনুধাবন করতে পারবেন কিভাবে জ্ঞান, সাহিত্য ও আলোকচিত্রের মাধ্যমে বৈশ্বিক মুক্ত জ্ঞানভান্ডার সমৃদ্ধকরণের অভিযাত্রায় নিজেরা যুক্ত হতে পারেন।
উইকিপিডিয়া (bn.wikipedia.org), বিশ্বের বৃহত্তম উন্মুক্ত ও অনলাইন বিশ্বকোষ—যেখানে যে কেউ বিনামূল্যে তথ্য যোগ, সম্পাদনা ও হালনাগাদ করতে পারেন। এটি সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত প্রকল্প, যারা উইকিপিডিয়ান নামে পরিচিত। উইকিপিডিয়া বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট; ২০২৫ সালের হিসাবে এটি ইন্টারনেটের নবম সর্বাধিক পরিদর্শিত সাইট। ২০০১ সালের ১৫ জানুয়ারি যাত্রা শুরু করা এই প্রকল্পে বর্তমানে ৩৪০টিরও বেশি ভাষায় ৬.৫ কোটির অধিক নিবন্ধ রয়েছে, যার মধ্যে বাংলা ভাষায় রয়েছে ১ লক্ষ ৭৬ হাজারেরও বেশি নিবন্ধ। ২০০৬ সালে, টাইম ম্যাগাজিনের মতে, যে কাউকে সম্পাদনা করার অনুমতি দেওয়ার নীতি উইকিপিডিয়াকে "বিশ্বের বৃহত্তম (এবং সেরা) বিশ্বকোষ" করে তুলেছে।

এই কর্মশালায় অংশগ্রহণকারীরা শিখবেন—
- উইকিপিডিয়ায় সম্পাদনার মৌলিক কৌশল
- উইকিপিডিয়া নিবন্ধ তৈরি ও সম্পাদনা কৌশল
- নির্ভরযোগ্য সূত্র ও রেফারেন্স যোগ করার পদ্ধতি
- নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রেখে তথ্য উপস্থাপনের প্রক্রিয়া
- স্থানীয় ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রক্রিয়া
উইকিসংকলন (bn.wikisource.org) একটি মুক্ত অনলাইন পাঠাগার, যেখানে কপিরাইটমুক্ত বা উন্মুক্ত লাইসেন্সে প্রকাশিত সাহিত্য, দলিল ও ঐতিহাসিক নথি সংরক্ষণ করা হয়। এটি এক অর্থে একটি ডিজিটাল গ্রন্থাগার, যেখানে বিশ্বের নানা ভাষার পাঠ্য একত্রে সংরক্ষিত। ২০০৩ সালের ২৪ নভেম্বর,"প্রজেক্ট সোর্সবার্গ" নামে উইকিসংকলনের যাত্রা শুরু হয়, যা প্রজেক্ট গুটেনবার্গ থেকে অনুপ্রাণিত। বর্তমানে ৮২টি ভাষায় উইকিসংকলন চালু রয়েছে, যেখানে রয়েছে প্রায় ৬.৬ মিলিয়ন পাতা এবং হাজারো সক্রিয় সম্পাদক রয়েছেন। বাংলা উইকিসংকলনে সংরক্ষিত হচ্ছে আমাদের সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতির অমূল্য সম্পদ—যেমন প্রাচীন বই, ঐতিহাসিক দলিল, ও দুর্লভ লেখাগুলো, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্মুক্তভাবে সংরক্ষিত থাকে।

এই কর্মশালায় অংশগ্রহণকারীরা জানবেন—
- কপিরাইটমুক্ত সাহিত্য ও ঐতিহাসিক নথি অনলাইনে সংরক্ষণের গুরুত্ব
- পুরনো বই, প্রবন্ধ বা দলিল ডিজিটাইজ করার পদ্ধতি
- স্ক্যান করা পৃষ্ঠার প্রুফরিডিং ও পাঠ্য সংশোধনের ধাপ
- বাংলা উইকিসংকলনে ডিজিটাল পাঠ্য সম্পাদনা ও প্রকাশের পদ্ধতি
উইকিমিডিয়া কমন্স (commons.wikimedia.org) বিশ্বের বৃহত্তম মুক্ত মিডিয়া ভাণ্ডার। এখানে ছবি, ভিডিও, অডিওসহ নানা ধরনের মিডিয়া ফাইল উন্মুক্তভাবে সংরক্ষিত থাকে, যা যে কেউ বিনামূল্যে ব্যবহার করতে পারেন। এটি উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প এবং উইকিপিডিয়াসহ সব উইকিমিডিয়া সকল প্রকল্পে ব্যবহৃত মিডিয়াগুলোর কেন্দ্রীয় সংরক্ষণাগার হিসেবে কাজ করে। কমন্সে সংরক্ষিত ফাইলগুলো উইকিপিডিয়া, উইকিভ্রমণ, উইকিসংকলন, উইকিউক্তি, উইকিবই, উইকিসংবাদসহ সব ভাষার উইকি প্রকল্পে ব্যবহার করা যায়। প্রয়োজনে এগুলো শিক্ষামূলক বা গবেষণার কাজে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ডাউনলোড ও পুনর্ব্যবহার করা যায়। ২০০৪ সালের ৭ সেপ্টেম্বরে চালু হওয়া কমন্সে ২০২৫ সালের হিসাব অনুযায়ী ১২ কোটি ৯৩ লক্ষের অধিক মুক্ত ফাইল রয়েছে যার সবই বিশ্বের বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবীদের অবদান।

এই কর্মশালায় অংশগ্রহণকারীরা জানবেন—
- উইকিমিডিয়া কমন্সে ছবি, ভিডিও বা ফাইল আপলোডের পদ্ধতি
- আপলোডযোগ্য এবং কপিরাইটের অধীন বিষয়বস্তু চিহ্নিতকরণ
- সঠিক লাইসেন্স নির্বাচনের প্রক্রিয়া
- কপিরাইট ও ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স সম্পর্কে মৌলিক ধারণা
- নিজের বা অন্যের আপলোড করা ছবি উইকিপিডিয়াসহ অন্যান্য প্রকল্পে যুক্ত করার পদ্ধতি
- উইকিমিডিয়া আন্দোলন ও মুক্ত জ্ঞানের ধারণা সম্পর্কে পরিচিতি প্রদান।
- অংশগ্রহণকারীদের দীর্ঘমেয়াদে উইকিমিডিয়া প্রকল্পে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করা।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা—
- নিজেদের উইকিমিডিয়া অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
- উইকিপিডিয়ায় সম্পাদনা করতে পারবেন।
- উইকিমিডিয়া কমন্সে ছবি বা ফাইল আপলোড করতে পারবেন।
- উইকিসংকলনে ডিজিটাইজেশন ও প্রুফরিডিং প্রক্রিয়ার ধারণা পাবেন।
- কপিরাইট ও ওপেন লাইসেন্সের প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারবেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রত্যেককে মুদ্রিত সনদপত্র এবং উপহার হিসেবে উইকিমিডিয়া স্যুভেনির প্রদান করা হবে।
কর্মশালায় উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন:
| নাম | পরিচিতি |
|---|---|
| মাসুম-আল-হাসান রকি | প্রশাসক, বাংলা উইকিপিডিয়া, বাংলা উইকিভ্রমণ |
| মহীন রীয়াদ | প্রশাসক, বাংলা উইকিপিডিয়া, বাংলা উইকিভ্রমণ, উইকিমিডিয়া কমন্স |
- অংশগ্রহণকারীদের অনলাইন যোগাযোগ গ্রুপে (Telegram) যুক্ত করা।
- এক মাস পর একটি অনলাইন ফলো-আপ মিটআপ আয়োজন করে অংশগ্রহণকারীদের অগ্রগতি মূল্যায়ন।
- ভবিষ্যতে উইকি কার্যক্রমে তাদের সম্পৃক্ত রাখার উদ্যোগ নেওয়া।