কার্যক্রম:অসমীয়া-নেপালি-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৫
অবয়ব
আয়োজক: উইকিমিডিয়া বাংলাদেশ

অসমীয়া উইকিপিডিয়া, নেপালি উইকিপিডিয়া ও বাংলা উইকিপিডিয়া যৌথ উদ্যোগে ২০২৫ সালের ৫-১৪ নভেম্বর ১০ দিনব্যাপী অসমীয়া-নেপালি-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৫ নিবন্ধ সম্পাদনার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে ভাষা, সংস্কৃতিকে সমৃদ্ধ ভাষা, সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য দুই দেশের উইকিপিডিয়ানরা একত্রিত হয়ে মুক্তভাবে অবদান রাখতে পারবেন।