আড্ডা:ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের উদ্বোধনী সভা, মার্চ ২০২৫
অবয়ব
যোগাযোগ
সমন্বয়কারী
Yahya
ই-মেইল
yahya@bnwp.org
ফেসবুক ইভেন্ট পাতা
টুইটার হ্যাশট্যাগ:
#WikimediaDhaka #WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায় কর্তৃক আয়োজিত
ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়: মার্চ, ২০২৫ - ঢাকা
তারিখ ও সময়: ২৩ মার্চ ২০২৫, ২২:০০:০০–২৩:০০:০০ (বাংলাদেশ সময়)
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিমিডিয়ানদের এই মিটআপটি মূলত ঢাকা অঞ্চলের উইকিমিডিয়ানদের জন্য। সম্প্রদায়ের সূচনালগ্নে আত্মপ্রকাশের পরিকল্পনা নিয়ে সম্ভাব্য সদস্যদের সাথে এই আড্ডা।
বিষয়বস্তু
[সম্পাদনা]- সম্প্রদায় হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের নিকট আবেদন।
- আবেদনের জন্য প্রয়োজনীয় মানদণ্ডসমূহ।
- সম্প্রদায়ের আকার ও প্রাথমিক গঠন।
- আবেদন সফল হওয়ার পর নতুন সম্প্রদায়ের কাজ ও পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত পূর্বপরিকল্পনা।
- সম্প্রদায় কর্তৃক নতুন কর্মশালা আয়োজন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।
অংশগ্রহণকারী
[সম্পাদনা]- সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ (Ishtiak Abdullah • আলাপ) ০৫:৪২, ২১ মার্চ ২০২৫ (বিএসটি)
- দেলোয়ার আকরাম (DeloarAkram • আলাপ) ১২:৪৩, ২১ মার্চ ২০২৫ (বিএসটি)
- ইয়াহিয়া (Yahya • আলাপ)
- হাসনাত (Hasnat Abdullah • আলাপ)
- মো. জনি হোসেন (মোহাম্মদ জনি হোসেন • আলাপ)
- জাহিন ওয়াদুদ (Zahinwadud • আলাপ)
- নাঈম আহমদ (Shariyar Nayeem • আলাপ)
- শাকিল (MdsShakil • আলাপ)
- Deshi Aura (Deshi Aura • আলাপ)
- মেহেদী আবেদীন (Mehedi Abedin • আলাপ)
- মোঃ গোলাম মুকিত খান (Md. Golam Mukit Khan • আলাপ)
- দেলোয়ার হোসেন (DelwarHossain • আলাপ)
- আরাফাতুল ইসলাম আকন রবি (Arafatul islam akan robi • আলাপ)
কার্যবিবরণী
[সম্পাদনা]- সম্প্রদায়ের নেতৃত্ব হিসেবে প্রধান সমন্বয়ক (মুহাম্মদ ইয়াহিয়া) ও সহ-সমন্বয়ক (শাকিল হোসেন, জাহিন ওয়াদুদ ও দেলোয়ার আকরাম) চূড়ান্ত করা হয়।
- নেতৃত্বের মেয়াদ নিয়ে আলোচনা হয়েছে। এই নেতৃত্ব দুই বছর মেয়াদে কাজ করবে, তবে একবছর পর সম্প্রদায় পর্যালোচনা করতে পারবে।
- আনুষ্ঠানিক অনুমোদন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। অনুমোদনের আবেদন ১-২ দিনের মধ্যে করা হবে বলে জানানো হয়।
- অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যম নিয়ে আলোচনা হয়েছে। যোগাযোগের জন্য টেলিগ্রাম ও মেইলিং লিস্ট ব্যবহার করা যেতে পারে।
- পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।