বিষয়বস্তুতে চলুন

আড্ডা:ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের উদ্বোধনী সভা, মার্চ ২০২৫

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

যোগাযোগ


সমন্বয়কারী
Yahya


ই-মেইল
yahya@bnwp.org


ফেসবুক ইভেন্ট পাতা
টুইটার হ্যাশট্যাগ:
#WikimediaDhaka #WikimediaBD

উইকিমিডিয়া বাংলাদেশ

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন লিঙ্কডইনে আমাদের অনুসরণ করুন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন

বাংলা উইকিপিডিয়া

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন

ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায় কর্তৃক আয়োজিত
ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়: মার্চ, ২০২৫ - ঢাকা


তারিখ ও সময়: ২৩ মার্চ ২০২৫, ২২:০০:০০–২৩:০০:০০ (বাংলাদেশ সময়)

স্থান: গুগল মিট

উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিমিডিয়ানদের এই মিটআপটি মূলত ঢাকা অঞ্চলের উইকিমিডিয়ানদের জন্য। সম্প্রদায়ের সূচনালগ্নে আত্মপ্রকাশের পরিকল্পনা নিয়ে সম্ভাব্য সদস্যদের সাথে এই আড্ডা।

বিষয়বস্তু

[সম্পাদনা]
  1. সম্প্রদায় হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের নিকট আবেদন।
  2. আবেদনের জন্য প্রয়োজনীয় মানদণ্ডসমূহ।
  3. সম্প্রদায়ের আকার ও প্রাথমিক গঠন।
  4. আবেদন সফল হওয়ার পর নতুন সম্প্রদায়ের কাজ ও পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত পূর্বপরিকল্পনা।
  5. সম্প্রদায় কর্তৃক নতুন কর্মশালা আয়োজন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।

অংশগ্রহণকারী

[সম্পাদনা]
  1. সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ (Ishtiak Abdullahআলাপ) ০৫:৪২, ২১ মার্চ ২০২৫ (বিএসটি)
  2. দেলোয়ার আকরাম (DeloarAkramআলাপ) ১২:৪৩, ২১ মার্চ ২০২৫ (বিএসটি)
  3. ইয়াহিয়া (Yahyaআলাপ)
  4. হাসনাত (Hasnat Abdullahআলাপ)
  5. মো. জনি হোসেন (মোহাম্মদ জনি হোসেনআলাপ)
  6. জাহিন ওয়াদুদ (Zahinwadudআলাপ)
  7. নাঈম আহমদ (Shariyar Nayeemআলাপ)
  8. শাকিল (MdsShakilআলাপ)
  9. Deshi Aura (Deshi Auraআলাপ)
  10. মেহেদী আবেদীন (Mehedi Abedinআলাপ)
  11. মোঃ গোলাম মুকিত খান (Md. Golam Mukit Khanআলাপ)
  12. দেলোয়ার হোসেন (DelwarHossainআলাপ)
  13. আরাফাতুল ইসলাম আকন রবি (Arafatul islam akan robiআলাপ)

কার্যবিবরণী

[সম্পাদনা]
  • সম্প্রদায়ের নেতৃত্ব হিসেবে প্রধান সমন্বয়ক (মুহাম্মদ ইয়াহিয়া) ও সহ-সমন্বয়ক (শাকিল হোসেন, জাহিন ওয়াদুদ ও দেলোয়ার আকরাম) চূড়ান্ত করা হয়।
  • নেতৃত্বের মেয়াদ নিয়ে আলোচনা হয়েছে। এই নেতৃত্ব দুই বছর মেয়াদে কাজ করবে, তবে একবছর পর সম্প্রদায় পর্যালোচনা করতে পারবে।
  • আনুষ্ঠানিক অনুমোদন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। অনুমোদনের আবেদন ১-২ দিনের মধ্যে করা হবে বলে জানানো হয়।
  • অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যম নিয়ে আলোচনা হয়েছে। যোগাযোগের জন্য টেলিগ্রাম ও মেইলিং লিস্ট ব্যবহার করা যেতে পারে।
  • পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।

চিত্রশালা

[সম্পাদনা]