কার্যক্রম:গাজীপুর উইকিপিডিয়া মিটআপ, জুন ২০২৫
অবয়ব
(আড্ডা:গাজীপুর উইকিপিডিয়া মিটআপ, জুন ২০২৫ থেকে পুনর্নির্দেশিত)
যোগাযোগ
সমন্বয়কারী
মোঃ সাঈম সারোয়ার
ই-মেইল
sayeemsarowergmail.com
টুইটার হ্যাশট্যাগ:
#WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
ব্যক্তি কর্তৃক আয়োজিত
গাজীপুর উইকিপিডিয়া অফলাইন মিটআপ, জুন ২০২৫
তারিখ ও সময়: ০৯ জুন ২০২৫, ১৪:০০–২০:০০ (বাংলাদেশ সময়)
ঠিকানা: কালিয়াকৈর, গাজীপুর
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিপিডিয়ানদের এই মিটআপটি মূলত গাজীপুর অঞ্চলের উইকিপিডিয়ানদের জন্য। গাজীপুর ছাড়া অন্য জেলা/বিভাগের উইকিপিডিয়ান চাইলে এতে যে কেউ যুক্ত হতে পারবেন। সম্প্রদায়ের ২০২৫ সালের কাজ ও পরিকল্পনা নিয়ে সদস্যদের সাথে এই আড্ডা।
বিষয়বস্তু
[সম্পাদনা]- বাংলাদেশের চলমান উইকিমিডিয়ার কার্যক্রম নিয়ে আলোচনা।
- চলতি বছরজুড়ে বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন অনলাইন/অফলাইন কার্যক্রম বিষয়ক আলোচনা।
- গাজীপুর উইকিপিডিয়া সম্প্রদায়ের পরবর্তী আড্ডা ও কর্মশালার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ।
- কুশল বিনিময় ও বিবিধ।
অংশগ্রহণকারী
[সম্পাদনা]- মোঃ সাঈম সারোয়ার (Md. Sayeem Sarower • আলাপ)
- প্রীতম সাহা (Pritom173 • আলাপ)
- দিপ্ত রায় (Dipto Karmokar • আলাপ)
- মোঃ তরিকুল ইসলাম (Md tarikul oislam • আলাপ)
- মোঃ রাহাদ হোসেন (Md Rahat Hossend • আলাপ)
- মোঃ রাকিব হাসান
- মোঃ আদনান সামি
কার্যবিবরণী
[সম্পাদনা]- উইকিপিডিয়ানদের মধ্যে কুশলাদি বিনিময়।
- সম্প্রদায়ের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা।
- সম্প্রদায়ের কর্ম-পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ।
- পরবর্তী মিটআপ/আড্ডা/কর্মশালা নিয়ে আলোচনা, পরিকল্পনা ও কর্ম নির্ধারণ।
- বিবিধ
চিত্রশালা
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।