ব্যবহারকারী:NahidHossain/উইকিপিডিয়ান

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

উইকি ইভেন্টস গুলাতে অনেক অনেক উইকিপিডিয়ানদের সাথেই দেখা হয়। ইউজার স্পেসে দেখা হওয়া আর নিজ চোখে দেখা, হাতে ছুঁয়ে দেখার মধ্যে বিস্তর পার্থক্য আছে খেয়াল করেছি। এই উপপাতায় আমার সাথে দেখা হওয়া সক্রিয় উইকিপিডিয়ানদের তালিকা করে রাখবো সাথে তাদের সাথে দেখা হওয়ার ঘটনা সহ।

মঈনুল ইসলাম সম্প্রদায় পরিচালক, প্রকাশনা ও কারিগরী
মঈনুল ইসলাম ভাই এর সাথে প্রথম দেখা হয়েছিলো ২০১৫ সালের উইমিডিয়া বাংলাদেশের ইভেন্ট এ। উনি বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনের প্রথম সারিতে বসে ছিলেন। উনাকে ২ বার প্রশ্ন করার জন্য উঠতে দেখেছি মাত্র। এর বাকিটা সময় ই প্রায় চুপচাপ ছিলেন। পোশাকে বেশ পরিপাটি এবং খুবই অল্পভাষী। উনি ওয়ার্ডপ্রেস লোকালাইজেশান এর জন্য ও স্বেচ্ছাসেবায় শ্রম দিয়ে থাকেন।

ই-মেইল: wz.islam at gmail.com
আর কে হান্নান সম্প্রদায় পরিচালক, পরিকল্পনা ও আউটরিচ
আর. কে. হান্নান ভাই খুবই মিষ্টি একটা মানুষ। উনার স্টার্টাপ বিজনেস র‌্যাভেন এর স্পন্সর করার জন্য ই প্রথম চিনেছিলাম। এর পরে বেশ কয়েকবার মিটাপ হয়েছে। উনার হাসিমুখ বেশ ট্রেডমার্ক করার মতো একটা বিষয়।

ই-মেইল: rk.hannan1@gmail.com
অংকন ঘোষ দস্তিদার সম্প্রদায় পরিচালক, পরিকল্পনা ও আউটরিচ
আমার প্রথম ইভেন্ট এর সবচাইতে রোমাঞ্চকর অনুভুতি ছিলো নিজের একটা টিশার্ট পাওয়া যেখানে উইকিপিডিয়া এর ছাপ থাকবে। আর ছাই কালার, কালো বর্ডার ওয়ালা পোলো টাইপ এর প্রথম এই টিশার্ট পেয়েছিলাম অংকন ঘোষ দস্তিদার এর হাত থেকে।

ই-মেইল: ankanghoshdastider@gmail.com
আফিফা আফরিন সম্প্রদায় পরিচালক, স্পেশাল ফোকাস, জেন্ডার গ্যাপ
বাংলাদেশে নারী উইকিপিডিয়ানদের প্রথম একটা প্রোগ্রাম এর ছবিতে দেখেছিলাম আফিফা আফরিন আপুকে। এর পরে জাদুঘরের প্রোগ্রামে প্রথম সামনাসামনি খেয়াল করি। এর পরেও মিটাপে দেখা হয়েছে কয়েকবার।

E-mail: afifa at wikimedia.org.bd
রিফাত জামিল ইউসুফজাই সম্প্রদায় পরিচালক, স্পেশাল ফোকাস, উইকিমিডিয়া কমন্স
ইনিও প্রথম ইভেন্ট এর পরিচিত। ছোট ছোট কয়েকটা ক্যামেরা নিয়ে এসেছিলেন ওইদিন। আমার সামনের সারিতেই বসা ছিলেন। তবে উনার অদ্ভুত ক্যামেরাতেই আমার চোখ ছিলো বেশি সময় ধরে। কথা বলেন অনেক কম।

E-mail: eusufzai at gmail.com
মহীন রীয়াদ সম্প্রদায় পরিচালক, আঞ্চলিক কার্যক্রম, চট্টগ্রাম
মহীন রিয়াদ এর সাথেও প্রথম ইভেন্ট এ পরিচয়। ঢিলেঢালা পোশাকে চুপচাপ ঘুরে ঘুরে হাসিমুখে সবার সাথে হাত মিলিয়ে যাচ্ছিলেন। আমি উনাকে উইকিপিডিয়ার পাতায় আর বাস্তবের ফ্লোরে সম্পূর্ন আলাদা পাই। উনি খুবই স্বজ্জন ব্যক্তিত্ব ওয়ালা মানুষ বলেই আমার মনে হয়েছে। এর পরে উনাকে দেখেছি আবার উইকি লাভ্স মনুমেন্টস এর ইভেন্ট এ।

ই-মেইল: moheenreeyad@wikimedia.org.bd
আবু শায়েখ মোহাম্মদ আশিকুরর রহমান সম্প্রদায় পরিচালক, আঞ্চলিক কার্যক্রম, সিলেট
স্যার এর সাথে সম্পাদনা দন্দ্ব হয়েছে বেশ কয়েকবার। প্রথমে সম্পাদনা করতে এসে না বুঝেই অনেক বেশি বিতর্ক করতাম। তখন স্যার এর সাথে আলোচনায় দেখা হতো খুব। এর পরে দেখা হয়েছিলো আমার প্রথম ইভেন্ট এ। ওই একবার ই দেখা। আর কখনো দেখা হওয়ার সুযোগ হয়নি।

E-mail: Ashiq.Shawon at gmail.com
মোস্তাফিজুর রহমান সাফি সম্প্রদায় পরিচালক, আঞ্চলিক কার্যক্রম, রাজশাহী
চমৎকার একজন মানুষ সাফি। সাফি উইকিতে সক্রিয় হওয়ার আগেই ওর সাথে আমার পরিচয়। পরে উইকিতে সক্রিয় হয়ে রাজশাহী এর জন্য এত বেশি কাজ করেছে যা একজন উইকিপিডিয়ান হিসেবে চোখ জুড়িয়ে যাওয়ার মতো।

E-mail: mmrsafy@gmail.com