বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনা

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

কৃষি ব্যবস্থাপনা

নদীমাতৃক দেশ বাংলাদেশ। সুজলা, সুফলা, শস্য শ্যামলা এই বাংলাদেশের অতি প্রাচীন। পৃথিবীর প্রাচীনতম পাললিক ভুমির দেশ পদ্মা, মেঘনা, যমুনা সহ অসংখ্য নদ-নদীর দো-আঁশ পলিমাটি বিধৌত উর্বর কৃষিক্ষেত্র দেশ-বিদেশের মানুষকে করেছে দুর্নিবার আকর্ষন। এরই প্রেক্ষাপটে বার বার প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবর্তনে বর্তমান দেশের কৃষি ব্যবস্থাপনা।

অতীত ও বর্তমান

বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনা প্রথম চোখে পড়ে ওল্ড ওয়ার্ল্ড এর ইউরোপের ব্রিটিশ ঔপনিবেশিকদের। এর সংগে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে ১৮০০ শতাব্দীর দিকে ইংল্যান্ডে প্রয়োগ করে। রাতারাতি ইউরোপ হয়ে যায় খাদ্য স্বয়ংসম্পূর্ণ মহাদেশ এবং খাদ্যাভাব না থাকায় সকল জনগোষ্ঠী একের পর এক নিত্যনতুন আবিষ্কারে সমৃদ্ধ হতে থাকে। ইউরোপের হাত ধরে ১৮৩৫ সালের দিকে আমেরিকায় গমন করে এবং কৃষি ও প্রযুক্তি বিভাগের মাধ্যমে উত্তরোত্তর সফলতা লাভ করে। প্রকৃতপক্ষে বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনা বা Agriculture System আমেরিকা ও অনগ্রসর জাতিকে পৃথিবীতে নিউ ওয়ার্লড নামে প্রকাশিত করে।

কৃষি ব্যবস্থাপনা বা Agriculture System of Bangladesh.